প্রবাসে প্রথম এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়াই স্বাভাবিক, তবে সাহায্য খুঁজে নেয়ার উপায়ও রয়েছে

Aminul Rubel.jpg

নবাগত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আমিনুল রুবেল। Credit: Aminul Wrubel

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ায় এসে আবাসন ও কর্ম-সংস্থান খুঁজে নেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন নবাগত অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এদেশের বাংলাদেশী জনগোষ্ঠীর কেউ কেউ।


দীর্ঘদিন ধরে সিডনিতে বসবাস করছেন আমিনুল রুবেল। পেশায় তিনি একজন টেলিভিশন সাংবাদিক। সেই সাথে বাংলাদেশীদের কাছে তিনি সুপরিচিত তাঁর সাহায্য করার মানসিকতার জন্যে।

বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা বা নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ দেশে আসার পরপরই থাকার জায়গা খুঁজে পেতে অনেক সমস্যায় পড়েন। আবার অনেকেই সংগ্রাম করেন কোনো পার্ট-টাইম কাজ খুঁজে পেতে।

ব্যক্তিগত উদ্যোগে এবং কম্যুনিটির সহায়তায় এসব সমস্যা সমাধানের চেষ্টা করেন আমিনুল রুবেল।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 
 


Share