“মুক্তগদ্যে বেশি স্বচ্ছন্দ হলেও আমি আসলে উপন্যাসের মানুষ”

Luna Rushdi book cover Ar Jonome

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত লুনা রুশদী-র উপন্যাস 'আর জনমে'। Source: Supplied / Luna Rushdi

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাদেশের ঢাকায় ২০২৪ সালের অমর একুশে বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে মেলবোর্ন-ভিত্তিক লেখক লুনা রুশদী-র। এসবিএস বাংলার সাথে আলাপচারিতায় তিনি কথা বলেছেন তাঁর লেখালেখির জগৎ নিয়ে।


লুনা রুশদী সাহিত্যচর্চার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। স্বনামধন্য ও জনপ্রিয় অনেক পত্রপত্রিকায় অনেকদিন ধরেই তাঁর বিভিন্ন লেখা প্রকাশিত হয়ে আসছে।

এবারের অমর একুশে বইমেলায় একই সাথে প্রকাশিত হলো তাঁর দুটি উপন্যাস। একটির নাম ‘আর জনমে’, অন্যটি ‘বইবাহিক’।
ar jonome cover luna rushdi v2.jpeg
'আর জনমে' বইয়ের প্রচ্ছদ। Source: Supplied / Luna Rushdi
প্রকাশিত বই ও তাঁর লেখালেখির জগৎ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তিনি।

এখানে থাকছে তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। এই পর্বে তিনি কথা বলেছেন বইমেলা নিয়ে তাঁর স্মৃতি এবং লেখালেখির শুরু নিয়ে।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন: 

Share