বই দত্তক: অভিনব এক উদ্যোগ নিয়েছে কলকাতার প্রকাশনা সংস্থা গুরুচণ্ডা৯

Guruchandali Cover Photo.jpg

বইমেলা ২০২৩ এ গুরুচণ্ডা৯-র প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন Source: Supplied / Sunando Patra

Get the SBS Audio app

Other ways to listen

বই দত্তক নেওয়ার অভিনব এই উদ্যোগ নিয়ে আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় কথা বলেছেন গুরুচণ্ডা৯-র সদস্য অধ্যাপক সুনন্দ পাত্রের সঙ্গে।


বিভিন্ন পেশার কিছু বইপ্রেমী মানুষের ভাবনার ফসল, যে সংস্থায় স্বেচ্ছা কর্মীরা নিজেদের পরিচয় দেন গুরুর রোবট বলে! এই প্রকাশনীর নাম গুরুচণ্ডা৯। আর তাদের ভাবনা থেকেই শুরু বই দত্তক নেওয়ার প্রথা।

বই দত্তক নেওয়ার এই পদ্ধতিতে কোন ভালো লেখাকে পাঠকের কাছে অনেক কমদামে বইয়ের আকারে পৌঁছে দেওয়ার জন্যে কোন ব্যক্তি বা সংস্থা প্রকাশনা ব্যয়ের একটা অংশ বহন করেন। কৃতজ্ঞতা স্বরূপ সেই বইয়ের সব সংস্করণে থাকে দত্তক যারা নিয়েছেন তাঁদের নাম।
Guruchandali authors 2.jpg
দত্তক নেয়া বই হাতে গুরুচণ্ডা৯ প্রকাশনীর কয়েকজন লেখক। Source: Supplied / Ipsita Pal
গুরুচণ্ডা৯-র সদস্য অধ্যাপক সুনন্দ পাত্র, এসবিএস বাংলার সঙ্গে আলাপে জানিয়েছেন, বই দত্তক নেয়াটা ঠিক ক্রাউড ফান্ডিং নয়, এর গঠন খানিকটা আলাদা।

এবারের কলকাতা বইমেলায় এই রকম দত্তক নেওয়া ১২টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে কবি কাজী নজরুল ইসলামের জীবন নির্ভর একটি বই, সীমানা।

তবে শুধু কলকাতা নয়, আমেরিকা-ইউরোপ থেকেও এই উদ্যোগে সামিল হচ্ছেন বইপ্রেমীরা।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন

Share