ভুয়া দাতব্য এবং অর্থ পাচার: ক্রিসমাস সিজনে অনলাইনে উপহার ও অনুদান প্রদানে সতর্ক থাকুন

Young woman working from home with her dog

Young Asian woman using laptop next to her dog, sitting at dining table at home. Work life balance. Living with a pet. Online shopping at home. Source: Getty / Oscar Wong/Getty Images

Get the SBS Audio app

Other ways to listen

ক্রিসমাস সিজন আসছে। বিশেষজ্ঞরা তাই স্ক্যাম বা আর্থিক প্রতারণা থেকে বাঁচার জন্য সতর্ক করছেন। এ বছরে ইতোমধ্যে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে ভুয়া দাতব্যের মাধ্যমে।


সিজনে উদার হওয়ার পাশাপাশি প্রদানের ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলছে অস্ট্রেলিয়ার জাতীয় দাতব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এ বছরে ইতোমধ্যে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে ভুয়া দাতব্যের মাধ্যমে।
অ্যাক্টিং অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নন-প্রফিটস কমিশনার ডেবোরাহ জেনকিনস বলেন, এক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিস বা এএফপি-এর সাইবারক্রাইম অপারেশন্স এর কমান্ডার ক্রিস গোল্ডসমিড বলেন, অস্ট্রেলিয়ায় সাইবার অপরাধ বাড়ছে।

মানি মিউলিং বা অবৈধভাবে অর্থ পাচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক EMMA 8 প্রচারণায় এখন অংশ নিচ্ছে এএফপি।

আর্থিক প্রতারণার শিকার ব্যক্তিদেরকে এগিয়ে এসে রিপোর্ট করতে আহ্বান জানান মিস্টার গোল্ডসমিড।

অ্যানুয়াল সাইবার থ্রেট রিপোর্ট ২০২২ অনুসারে, এ বছর ৭৬ হাজারেরও বেশি সাইবার অপরাধের রিপোর্ট পেয়েছে অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার বা ACSC, যা গত অর্থ-বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share