ক্যান্সার চিকিৎসায় ‘গুড মর্নিং বাংলাদেশ’ এর তহবিল সংগ্রহে নারীরা বেশি কাজ করছে

Good Morning Tea

Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

সিডনির লাকেম্বায় গত দশ বছর ধরে অনুদান সংগ্রহ করছে ‘গুড মর্নিং বাংলাদেশ’। সকালের নাশতার আয়োজন থেকে তারা যে তহবিল সংগ্রহ করে তা প্রদান করা হয় ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসকে। গুড মর্নিং বাংলাদেশ-এর অন্যতম আয়োজক ফারুক হান্নান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


আগামী ৩০ জুন লাকেম্বায় অনুষ্ঠিত হবে ‘গুড মর্নিং বাংলাদেশ’-এর ফান্ড রেইজিং কার্যক্রম। সকালের নাশতার আয়োজনের মাধ্যমে তারা যে তহবিল সংগ্রহ করেন তা প্রদান করা হয় ক্যান্সার কাউন্সিল অফ নিউ সাউথ ওয়েলসকে। গুড মর্নিং বাংলাদেশ-এর অন্যতম আয়োজক ফারুক হান্নান এসবিএস বাংলাকে বলেন,

‘এই কার্যক্রমে সবচেয়ে বেশি পরিশ্রম করেন নারীরা।’

এ বছর তাদের লক্ষ্য ১৫ হাজার ডলার অনুদান সংগ্রহ করা। গত বছর তারা সংগ্রহ করেছিলেন ৭ হাজার ৮০০ ডলার আর এর আগের বছর উঠেছিল ১০ হাজার ডলার।

গুড মর্নিং বাংলাদেশ-এর সূত্রপাত করেছিলেন মরহুম ড. আব্দুল হক। প্রতিবছর তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়ে থাকে।

ফারুক হান্নানের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .



































Share