ক্যাবিনেটে রদবদল, বিভিন্ন দপ্তরে কয়েকজন মন্ত্রী নিয়োগ

FEDERAL MINISTRY SWEARING IN

Australian Governor-General Sam Mostyn and Australian Prime Minister Anthony Albanese pose for photographs with newly sworn in members of the Federal ministry during a swearing in ceremony at Government House in Canberra, Monday, July 29, 2024. The reshuffle comes as senior ministers Linda Burney and Brendan O'Connor prepare to retire at the next federal election. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

Get the SBS Audio app

Other ways to listen

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি তার ক্যাবিনেটে রদবদল করে বিভিন্ন দপ্তরে কয়েকজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি দুই বছরের বেশি সময় ধরে একই টিম রাখতে পেরে গর্বিত, তবে এই পুনর্বিন্যাস 'একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি' হিসেবে বিবেচিত হবে।


ক্যানবেরায় এই বড় পরিবর্তনের মধ্যে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজি দায়িত্ব গ্রহণের পর প্রথম ক্যাবিনেটে রদবদল করলেন।

এই পদক্ষেপটি দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী লিন্ডা বার্নি এবং ব্রেন্ডন ও'কনরের অবসরের পরে নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হল ক্লেয়ার ও'নিলকে হোম অ্যাফেয়ার্স থেকে হাউজিং এবং হোমলেসনেসে স্থানান্তর করা এবং অ্যান্ড্রু গাইলসকে ইমিগ্রেশন থেকে স্কিলস এবং ট্রেনিংয়ে স্থানান্তর করা।

নিয়োগপ্রাপ্তরা ২৯ জুলাই অস্ট্রেলিয়ান কমনওয়েলথের গভর্নর জেনারেল স্যাম মোস্টিন-এর কাছে শপথ গ্রহণ করেছেন।

প্রথমে শপথ গ্রহণ করেছেন টনি বার্ক, যিনি হোম অ্যাফেয়ার্স সহ একাধিক পদের দায়িত্ব পালন করবেন, যা আগে ক্লেয়ার ও'নিল পরিচালনা করছিলেন। 

মিস্টার বার্ক হাউসের লিডার হিসেবেও কাজ চালিয়ে যাবেন।

উচ্চ আদালতের রায়ের পরে দেড় শতাধিক প্রাক্তন অভিবাসন বন্দীকে মুক্তির পর রাজনৈতিক চাপের মধ্যে আসে এই রদবদলটি।

বিরোধীরা জবাবদিহিতার আহ্বান জানালে্ও, মিস্টার আলবানিজি গৃহীত পরিবর্তনগুলি এই রায়ের সরাসরি প্রতিক্রিয়া নয় বলে জানিয়েছেন।

তিনি এই রদবদল সরকারি দলকে বৈচিত্র্যময় ও চাঙ্গা করার কৌশল হিসেবে ব্যাখ্যা করেন।

২৮ জুলাই রবিবার মিস্টার বার্কের দায়িত্বের পরিসর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মিস্টার আলবানিজি মিস্টার বার্কের প্রতি তাঁর আত্মবিশ্বাসের কথা জানান।

মিজ ও'নিল এবং মিস্টার জাইলসকে হোম অ্যাফেয়ার্স এবং ইমিগ্রেশন থেকে সরিয়ে দেওয়াকে তাঁদের পদে ব্যর্থতার প্রমাণ বলে ইঙ্গিত দেন বিরোধী দলের নেতা পিটার ডাটন। যা নিয়ে মিস্টার আলবেনিজি দ্বিমত পোষণ করেন।

অভিবাসন মন্ত্রী হিসেবে বার্কের নিয়োগ ইরান থেকে আসা শরণার্থী আফিফেহ সাঈদাজির জন্য খুব একটা আশা তৈরি করবে না।

গত ১৪ দিন ধরে তিনি এবং আরও প্রায় এক ডজন শরণার্থী ক্লেয়ার ও'নিলের অফিসের বাইরে ২৪ ঘণ্টা তাঁবুতে অবস্থান করে বিক্ষোভ করছেন।

মিজ ও'নিল বা তার অফিসের কেউই উপস্থিতদের সাথে কথা বলতে আসেনি বলে হতাশা প্রকাশ করেন মিজ সাঈদাজি।

পরবর্তীতে, মিস সাঈদাজি এবং প্রতিবাদকারীরা তাদের তাঁবু গুটিয়ে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নতুন করে ক্যাম্প স্থাপন করতে যাচ্ছেন বলে জানান।

মিজ সাঈদাজি বলেন, তাদের দাবির প্রতি মিস্টার বার্কের দৃষ্টিভঙ্গী অন্যদের চেয়ে ভিন্ন হবে বলে তিনি মনে করেন না।
এটি কোনও একক ব্যক্তি বা সরকারের বিষয় নয় যে তারা এই লিম্বো শেষ করতে সহায়তা করতে পারে। আমরা বর্তমান ও আগের দুই সরকারের কাছেই জানতে চেয়েছি। আমরা সবাইকে অনুরোধ করছি, দয়া করে এই অনিশ্চয়তার অবসান ঘটান। দুঃখজনকভাবে আপনারা সবাই এই অবস্থাকে সহায়তা করছেন এবং আপনারাই এর সমাধান করতে পারেন। আমরা তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। সাবেক ও বর্তমান লেবার ও লিবারেলদের হাতেই রয়েছে এর সমাধান।
ইমিগ্রেশন এবং হোম অ্যাফেয়ার্সের পদ ছাড়াও, নতুন মন্ত্রী হিসেবে ইন্ডিজেনাস অস্ট্রেলিয়ানস মন্ত্রণালয়ের শপথ নিয়েছেন মালার্নদিরি ম্যাককারথি, যিনি লিন্ডা বার্নির পদটি গ্রহণ করেছেন।

অন্যান্য পরিবর্তনের মধ্যে, ম্যারি ওয়াট এগ্রিকালচার থেকে এমপ্লয়মেন্ট এন্ড ওয়ার্কফোর্স রিলেশানস বিভাগে স্থানান্তরিত হয়েছেন।

জুলি কলিন্স তাঁর আগের পদ এগ্রিকালচারে ফিরে যাচ্ছেন এবং প্যাট কনরয় তার বর্তমান পদমর্যাদা বজায় রেখে ক্যাবিনেটে যোগ দেবেন।

জেনি ম্যাকঅ্যালিস্টার আউটার মিনিস্ট্রিতে সিটিস এন্ড ইমারজেন্সি ম্যানেজমেন্টে যোগ দেবেন। কেট থোয়াইটস, জুলিয়ান হিল এবং জশ উইলসন এ্যাসিসটেন্ট মিনিস্টার পদমর্যাদায় উন্নীত হয়েছেন।

লিন্ডা বার্নি এবং ব্রেনডান ও'কনরে-এর অবসর গ্রহণ এবং এ্যাসিসটেন্ট মিনিস্টার ক্যারোল ব্রাউন স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করায়, মিস্টার আলবানিজি তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন।

ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।


Share