নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে, কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে হাজার হাজার মানুষের সমাবেশ

Women gather at the Ballarat rally against gendered violence (SBS).png

Women gather at the Ballarat rally against gendered violence. Credit: SBS

Get the SBS Audio app

Other ways to listen

পারিবারিক এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতাকে 'জাতীয় জরুরি অবস্থা' হিসাবে বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে স্টেট এবং ফেডারেল সরকারের প্রতি আরো কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।


গত সপ্তাহে আরও দুজন নারীর মৃত্যুর পরে সারা দেশে সমাবেশ করা হচ্ছে - অভিযোগ করা হয়েছে যে ঘটনার শিকার ওই নারীরা তাদেরই পরিচিত কোন পুরুষ দ্বারা আক্রান্ত হয়েছিলেন।

মেলবোর্নের পশ্চিমে বালারাটের সমাবেশে একজন বক্তা বলছিলেন, এতো মৃত্যুর ঘটনা একটি জাতীয় সংকট।

অ্যাডভোকেসি গ্রুপ 'হোয়াট ওয়্যার ইউ ওয়্যারিং'-এর আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত প্রথম পারিবারিক সহিংসতা বিরোধী সমাবেশগুলির মধ্যে এটি ছিল অন্যতম।

এই বছর সেখানে পুরুষদের হাতে তিনজন স্থানীয় মহিলাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বলে অভিযোগ আছে৷

এই সপ্তাহান্তে দেশ জুড়ে আরও ১৫টি সমাবেশের পরিকল্পনা করা হয়েছে সহিংসতা মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে। বলা হচ্ছে যে সহিংসতার এই ভীতি এখন স্বাভাবিক এবং ব্যাপক হয়ে উঠছে।

মনিটরিং গ্রুপ 'কাউন্টিং ডেড উইমেন'-এর মতে, এই বছর অস্ট্রেলিয়া জুড়ে ৩২ জন মহিলাকে হত্যা করা হয়েছে - অভিযোগ রয়েছে এগুলো ঘটেছে পুরুষদের হাতে।

তাদের মধ্যে, ৪৯ বছর বয়সী এমা বেটস, যার মৃতদেহ রিজিওনাল ভিক্টোরিয়ান শহর কোব্রামে পাওয়া গিয়েছিল।

মিজ বেটস-এর মৃতদেহ খুঁজে পাওয়ার আগে তাকে লাঞ্ছিত করার অভিযোগে একজন ব্যক্তি শেপারটন আদালতের মুখোমুখি হয়েছেন।

এর একদিন আগে, নিউ সাউথ ওয়েলস-এর ফোর্বস শহরে মলি টিসহার্স্টকে হত্যা করা হয়েছিল।

ন্যাশনাল উইমেন'স সেফটি অ্যালায়েন্সের ক্যাথরিন বার্নি বলেছেন, এই মৃত্যু যাতে না ঘটে তার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন৷

এ প্রতিবেদন লেখার সময় জানা গেছে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে কথা বলতে বুধবার স্টেট ও টেরিটোরির নেতাদের সাথে ভার্চুয়াল মিটিংয়ে থাকবেন।

হোয়াট ওয়্যার ইউ ওয়ারিং-এর ব্রিটানি কোজিক চ্যানেল নাইনকে বলেছেন আলবানিজি সরকারের উচিত এ বিষয়ে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা।

নিউ সাউথ ওয়েলস সরকার এই সপ্তাহে একটি ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে তারা জামিন আইনের বিষয়টি পর্যালোচনা করছে। কমিউনিটিতে উদ্বেগ আছে যে মিজ টিসহার্স্টের কথিত হত্যাকারী ধর্ষণ এবং অনুসরণের অভিযোগে জামিনে মুক্তি পেয়েছিল।

প্রিমিয়ার ক্রিস মিন্স বলেছেন যে তদন্তের জন্য বিগত সপ্তাহান্তে জামিনের আবেদনগুলিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করার সম্ভাবনা পরীক্ষা করা হবে, প্রয়োজনে এর জন্য সিডনির কোর্টহাউসে একটি অডিও ভিজ্যুয়াল লিঙ্কও সরবরাহ করা হবে।

স্টেটের শীর্ষ পুলিশ কর্মকর্তা, কমিশনার কারেন ওয়েব, টুজিবিকে বলেছেন যে তিনি পারিবারিক সহিংসতার মামলায় জামিনের সিদ্ধান্তের ব্যবস্থাকে আদালতের রেজিস্ট্রারদের বাইরে নেয়া সমর্থন করবেন।

ভিক্টোরিয়া স্টেটে পুলিশ দোষী সাব্যস্ত পারিবারিক সহিংসতার জন্য অপরাধীদের একটি রেজিস্টার তৈরি করেছে।

ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার লরেন ক্যালাওয়ে বলেছেন যে এতে কারো সহিংস অতীত সম্পর্কে জানার জন্য সহায়ক হতে পারে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেট সরকার ঘটনার শিকার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তার জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার ঘোষণা করেছে।

কিন্তু ক্যাথরিন বার্নি বলেছেন যে এটি যথেষ্ট নয়।

তিনি বলছেন, আমরা এ বিষয়ে আরো সচেতন হতে মানুষদের এগিয়ে আসতে আহবান জানাই। আমরা চাই তারা সাহায্য করুক, আমরা তাদের জন্য সমাধান খুঁজতে চাই। কোন ঘটনার শিকার ব্যক্তিরা যখন সাহায্য চায় তখন আমাদের সহায়তা দেয়া কর্তব্য।

অ্যাটর্নি-জেনারেল মার্ক ড্রেফাস শনিবার বলেছেন যে আলবানিজি সরকার ক্ষমতায় আসার পর থেকে পারিবারিক সহিংসতার খাতে প্রায় ২.৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। সহিংসতার এই ঘটনাকে তিনি "পুরুষ সহিংসতার মহামারী" হিসাবে বর্ণনা করেছেন।

এদিকে গ্রিনস সিনেটর ডেভিড শোব্রিজ পুরুষদের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অপরাধীদের আইনি ব্যবস্থার মধ্যে আনতে নারীদের পাশে থাকার আহবান জানান।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share