ভিসিইতে বাংলা ভাষাকে ধরে রাখতে সকলের সহযোগিতা চায় ভিবিসিএফ

VCE students in 2020

Year 11 and 12 students are preparing for VCE amidst the challenges of COVID-19. Source: Getty Images/Design Pics

Get the SBS Audio app

Other ways to listen

ভিক্টোরিয়ান সার্টিফিকেট অফ এডুকেশন VCE এর আওতায় ইয়ার ১১ এর শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষা পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রায় ২০ বছর আগে এই কার্যক্রম চালু থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যাই। পুনরায় এই কার্যক্রম চালু করতে এর পেছনে অনেক দিন ধরে কাজ করছেন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন। তাদের পরিচালিত বাংলা ভাষার স্কুলটি এই কার্যক্রমে অন্তর্ভুক্ত।বাংলা ভাষাকে কিভাবে ইয়ার ১১ এর শিক্ষার্থীদের জন্য VCE তে অন্তর্ভুক্ত করা হলো এবং এর ভবিষৎ সম্পর্কে এস বি এস বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন , ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী ,ভিক্টোরিয়ার ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের কারিকুলাম কোঅর্ডিনেটর কাজী ইকবাল এবং VCE কোঅর্ডিনেটর কাকলি চৌধুরী। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী
ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী Source: মোহাম্মদ ইউসুফ আলী
kazi Iqbal
,ভিক্টোরিয়ার ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের কারিকুলাম কোঅর্ডিনেটর কাজী ইকবাল Source: কাজী ইকবাল
Kakoli Chowdhury
VCE কোঅর্ডিনেটর কাকলি চৌধুরী Source: কাকলি চৌধুরী

Share