কোভিড ১৯ রেস্ট্রিকশন মেনে অনুষ্ঠিত হলো এবারের এবিএ'র বৈশাখী মেলা

Participants of Boishakhi Mela 2021 organised by ABA

Participants of Boishakhi Mela 2021 organised by ABA Source: Faizul Islam/ ABA

Get the SBS Audio app

Other ways to listen

প্রতি বছরের মত এবারও বৈশাখী মেলার আয়োজন করেছে ভিক্টোরিয়ার বাংলাভাষী কমিউনিটির অন্যতম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন বা এবিএ। এই মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার ৩ এপ্রিল।


অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (এবিএ) উদ্যোগে অন্যান্য বাংলাদেশী সামাজিক-সাংস্কৃতিক দল এবং ব্যক্তিদের সাথে একযোগে গতকাল ৩ এপ্রিল, ২০২১ শনিবার একটি দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজকদের পক্ষে মিঃ শামসুল আরেফিন জানান, তারা কোভিড ১৯ বিধি মেনেই এই আয়োজনটি করেছেন। মেলা অনুষ্ঠিত হয় মেলবোর্নের ডেন্ডিনংয়ের গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্স - গ্রিভস রিজার্ভে।

Organisers of Boishakhi Mela 2021 by ABA
Organisers of Boishakhi Mela 2021 by ABA Source: Faizul Islam/ ABA


মেলায় অংশ নিতে এবিএ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটির শিল্পী, কমিউনিটি গ্রুপ, বিভিন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের আমন্ত্রণ জানিয়েছিল।

মেলায় খাদ্য, পণ্যদ্রব্যসহ অন্যান্য স্টলও ছিলো।

এবিএ'র পক্ষ থেকে সংগঠনের কালচারাল সেক্রেটারি মিঃ শামসুল আরেফিন আমাদের জানাচ্ছেন মেলার আয়োজন সম্পর্কে।

Patrons of Boishakhi Mela 2021 by ABA
Patrons of Boishakhi Mela 2021 by ABA Source: Faizul Islam/ ABA


পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুন:

Share