‘এ বছরের দীপাবলী উৎসব আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়েছে’

Deepaboli Melbourne

মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে দীপাবলী উৎসব, ২৯ অক্টোবর ২০২২। Credit: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

গত ২৯ অক্টোবর শনিবার মেলবোর্নের প্রাণকেন্দ্র ফেডারেশান স্কয়ারে হয়ে গেল দীপাবলী উৎসবের অনুষ্ঠান। সকাল ১১ টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত নানা আয়োজনে মুখরিত ছিল এ উৎসব প্রাঙ্গণ।


শনিবার সকাল থেকেই ফেডারেশান স্কয়ার চত্বরে তৈরি হচ্ছিল বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের স্টলগুলো।

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা ছিল। এবং সেটি সত্যি করে বেশ কয়েকবার ক্ষণস্থায়ী বৃষ্টিও হয়ে গেছে।

তবে এ সবের কোনও কিছুই দীপাবলীর আয়োজন উপভোগ করতে জড়ো হওয়া মানুষদের ভিড় কমাতে পারেনি।

সেদিনের উৎসবে ফেডারেশান স্কয়ারের মূল মঞ্চে আয়োজিত হয়েছে নানা রকম অনুষ্ঠান। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের প্রচলিত নাচ, গান ও বাজনার আয়োজন ছিল সেখানে।
সেই সাথে উপস্থাপকদের সাবলীল ঘোষণায় চলছিল শিশু ও বড়দের অংশগ্রহণে নানা ক্যুইজের আয়োজন।

অনুষ্ঠান প্রাঙ্গণে স্টল সাজিয়ে অংশ নেয়া বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের কর্নধারদের এবং এবারের দীপাবলী উৎসবের নানা স্পন্সরদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে পরিচয় করে দেয়া হয় উপস্থিত দর্শকদের সাথে।

ফেডারেশন স্কয়ারে দাঁড়ানো বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা হল এসবিএস বাংলার।

এরকমই একজন ভারতের সুমিত যোশী।
Sumit Joshi 2.jpg
দীপাবলি উৎসবে এসে আনন্দিত সুমিত যোশী। Credit: SBS Bangla
তিনি জানালেন, এবারের দীপাবলীর আয়োজন খুবই উপভোগ করছেন তিনি।

টাসমানিয়া থেকে গত জুলাই মাসে সপরিবারে ভিক্টোরিয়ায় পাকাপাকিভাবে চলে এসেছেন সুমিত যোশী।

তিনি ও তাঁর স্ত্রী বললেন, দীপাবলির অনুষ্ঠান দারুণ ভাল লাগছে তাঁদের পরিবারের সকলের। বিভিন্ন স্টলের খাবার দাবারের পাশাপাশি, এসবিএস এর আয়োজনে ফ্রি প্রিন্টেড ছবি পেয়েও আনন্দিত তাঁরা।
Dancing on Pole 2.jpg
কয়েক মিটার উঁচু পোলের উপরে নৃত্যরত শিল্পীরা। Credit: SBS Bangla
এর মাঝেই দেখা গেল, মঞ্চ থেকে খানিকটা দূরে কয়েক মিটার লম্বা তিনটি পোলের উপর দাঁড়িয়ে গেছেন তিনজন নৃত্যশিল্পী। রঙিন কাপড়-চোপড় পরে সেই পোলের উপরে দাঁড়িয়েই ভারতীয় বাজনার সাথে নেচে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেন তাঁরা।

সেই ভিড়ের মধ্যে থেকে কথা হলো ভারতের উত্তরাখন্ডের মানুষ সন্দীপ হাজওয়ান ও শিল্পা-র সঙ্গে।
Sandeep and Shilpa 2.jpg
সন্দীপ ও শিল্পার মনে হয়েছে, এ বারের দীপাবলী অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়েছে। Credit: SBS Bangla
সন্দীপ জানালেন, প্রায় সতের বছর ধরে মেলবোর্নে আছেন তিনি এবং এবারের দীপাবলীর আয়োজন তাঁর কাছে আগের চেয়ে ভিন্ন মনে হয়েছে। এবারের আয়োজন আরও বেশি প্রতিনিধিত্বমূলক মনে হয়েছে তাঁর কাছে।

একই মতামত জানালেন তাঁর সঙ্গে উৎসবে আসা শিল্পা-ও। তিনি বলেন, এমনিতে দীপাবলী মানেই তো রঙের উৎসব, কিন্তু এ বছর বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের প্রতিনিধিত্ব এই উৎসবে ভিন্ন মাত্রা এনে দিয়েছে।

এবং আয়োজনের মূল মঞ্চে নানা ভাষার গান বেজে উঠছিল যখন, সেখানে নাচের সঙ্গে হঠাৎ করে সম্প্রতি আবার জনপ্রিয় হওয়া একটি বাংলা গান ‘শোনো গো দখিন হাওয়া’ বেজে উঠলে, সন্দীপ ও শিল্পার কথাটিকে সঠিক বলে মনে হয়।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share