বাংলা সাহিত্য ও চলচ্চিত্র নিয়ে গবেষণা ও অনুবাদে যেভাবে জড়িয়ে পড়েন ড. জন হুড: সাক্ষাৎকার, পর্ব-১

Dr. John Hood has been writing and researching on Bangla literature, films and history for the last six decades.

Dr. John Hood has been writing and researching on Bangla literature, films and history for the last six decades. Source: Dr. John Hood

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাভাষী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব ড. জন হুড বাংলা সাহিত্য, চলচ্চিত্র এবং ইতিহাস নিয়ে মৌলিক গ্রন্থের পাশাপাশি বাংলা থেকে ইংরেজিতে সরাসরি অনুবাদ করেছেন এক ডজনেরও বেশি গ্রন্থ। বাংলাভাষায় তাঁর দখল থাকলেও আমরা ইংরেজিতে তাঁর সাক্ষাৎকার গ্রহণ করেছি।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • গত ছয় দশক ধরে বাংলা সাহিত্য, চলচ্চিত্র, ইতিহাস নিয়ে লিখছেন
  • বাংলা সাহিত্যে অবদানের জন্য প্রখ্যাত লেখক প্রফুল্ল রায় তাঁকে 'অনারারি বেঙ্গলী' বলে অভিহিত করেছেন
  • অস্ট্রেলিয়ার বাংলাভাষী কমিউনিটি, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর ব্যাপক পরিচিতি আছে

ড. জন হুড পড়াশোনা করেন মেলবোর্ন ইউনিভার্সিটিতে। ১৯৬৬ সাল থেকে ভারতের কলকাতায় যাতায়াত করছেন নিয়মিত। তবে কলকাতায় তিনি কোন আনুষ্ঠানিক পড়াশোনা না করলেও ভারততত্ত্ব, বাংলা সাহিত্য, চলচ্চিত্র এবং ইতিহাস নিয়ে গবেষণা করেছেন।

ড. হুড গবেষণা করেছেন বিখ্যাত লেখক নীহাররঞ্জন রায়ের সাহিত্যকর্ম নিয়ে। নীহাররঞ্জন রায়ের বিখ্যাত ইতিহাস গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন ‘হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি পিপল’ নামে।
এছাড়া তাঁর মৌলিক লেখা গ্রন্থগুলোর মধ্যে আছে চ্যাজিং দ্যা ট্রুথ, দ্যা ফিল্মস অফ মৃনাল সেন, দ্য এসেনশিয়াল মিস্ট্রি - মেজর ফিল্ম মেকার্স অফ ইন্ডিয়ান আর্ট সিনেমা, বিয়ন্ড দ্যা ওয়ার্ল্ড অফ অপু - দ্যা ফিল্মস অফ সত্যজিৎ রায়, দ্যা ব্লিডিং লোটাস-নোশন্স অফ নেশন অফ ইন বাংলাদেশি সিনেমা।

তাঁর অন্যান্য অনুবাদ গ্রন্থগুলোর উল্লেখযোগ্য লাভ এন্ড আদার ফর্মস অফ ডেথ-পোয়েমস অফ বুদ্ধদেব দাশগুপ্ত, স্টোরিজ অফ দ্যা পার্টিশন এন্ড বিয়ন্ড (শর্ট স্টোরিজ অফ প্রফুল্ল রায়); এছাড়া খুব শীঘ্রই তার আরো কয়েকটি বই প্রকাশিত হতে যাচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য ফোকাস অন বাংলাদেশ - ডকুমেন্টারী ফিল্মস অফ তানভীর মোকাম্মেল বইটি।

ড. হুড এসবিএস বাংলার সাথে এক আলাপচারিতায় তাঁর ভারতে পড়াশোনা-গবেষণা, থাকাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে ইংরেজিতে। তাঁর সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share