“সাংবাদিকতা হচ্ছে সাহিত্যের হন্তারক, সাহিত্যের ঘাতক”

WhatsApp Image 2023-11-09 at 12.19.31 AM (1).jpeg

সাংবাদিক ও কবি সোহরাব হাসানের মতে, “সাহিত্যের সঙ্গে সাংবাদিকতার কিন্তু মেল-বন্ধনের চাইতে বৈরিতা বেশি।” Credit: Kawsar Khan

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাদেশের প্রথিতযশা সংবাদপত্র দৈনিক প্রথম আলো-র যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান সম্প্রতি অস্ট্রেলিয়ায় সফরে এসেছেন। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারের প্রথম পর্বে রয়েছে সাংবাদিকতায় প্রবেশের স্মৃতিচারণ ও পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি কাব্য-চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতার কথা।


বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে অধ্যয়ন করেছেন কবি সোহরাব হাসান। বিশ্ববিদ্যালয়ে থাকতেই জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। শুরুটা হয় অন্ধদের একটি পত্রিকা ‘দৃষ্টি’-তে কাজের মাধ্যমে। এরপর, গণকণ্ঠে যোগ দেন। এখন দৈনিক প্রথম আলো-য় যুগ্ম সম্পাদকের দায়িত্বে। তিন দশকেরও বেশি বিস্তৃত কর্মজীবনে তিনি ঢাকার অধিকাংশ দৈনিকে কাজ করেছেন বলে জানান।

সাংবাদিকতার প্রথম দিকে তিনি মূলত বার্তা বিভাগে কাজ করতেন। পরবর্তীতে, নিজস্ব বিচার-বিশ্লেষণ প্রকাশের তাগিদে তার পেশাগত ভূমিকায় পরিবর্তন আসে।
সোহরাব হাসানের মতে, “সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে যে, সত্য অনুসন্ধান। এই সত্য অনুসন্ধানের মধ্যে ভয় আছে, ঝুঁকি আছে, আবার আনন্দও আছে। কারণ, আমার কোনো লেখায় যদি একজন সাধারণ মানুষ উপকৃত হয়, তার কোনো সমস্যা তিরোহিত হয়, এবং (যদি) একটি স্বপ্ন দেখানো যায়, তাহলে সেটি কিন্তু একটি বড় আনন্দের খবর।”

তিনি আরও বলেন, সাংবাদিকতা হলো যাদের কণ্ঠ নেই তাদের কথাটাই বলা।

তবে, কাব্য চর্চার প্রতি বিশেষ মনোযোগ দিতে না পারার খেদ প্রকাশ করে তিনি বলেন,

“সাহিত্যের সঙ্গে সাংবাদিকতার কিন্তু মেল-বন্ধনের চাইতে বৈরিতা বেশি।”

এক্ষেত্রে কবি শামসুর রাহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, “সাংবাদিকতা হচ্ছে সাহিত্যের হন্তারক, সাহিত্যের ঘাতক”।
সোহরাব হাসানের মতে, “তাই, আমারও এই কথাটি বারবার পীড়িত করে, কবি হওয়ার জন্য সাংবাদিক হওয়ার প্রয়োজন নেই; বরং, সাংবাদিকতা কিন্তু কবি হওয়ার পথে অনেক বাধা তৈরি করে।”

‘যা লিখছেন তা নিজের কথা নয় এবং যা লিখতে চান তা লিখতে পারছেন না’, এ রকম হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, “তবে আমি মনের বিরুদ্ধে লিখেছি, এটা মনে পড়ে না”।

সাংবাদিক ও কবি সোহরাব হাসানের সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আর, দ্বিতীয় ও শেষ পর্বের জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর, ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share