স্কুলিজ উইক কী?

Schoolies week

Schoolies week Source: AAP/Dean Saffron

Get the SBS Audio app

Other ways to listen

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের কাছে স্কুল গ্রাজুয়েশন অনেক তাৎপর্য বহন করে। অস্ট্রেলিয়ায় স্কুলের পড়াশোনা শেষ হলে বিদায়ী শিক্ষার্থীরা এক সপ্তাহ জুড়ে উৎসব করে। এটাকে বলা হয় ‘Schoolies Week' বা সংক্ষেপে ‘Schoolies'। অবকাশ উদযাপনের জন্য অন্যতম জনপ্রিয় স্থান গোল্ড কোস্টে এই নভেম্বর মাসে স্কুল-বিদায়ী ১৮,০০০ শিক্ষার্থী এই স্কুলিজ উইক উদযাপন করতে যাবে বলে আশা করা হচ্ছে।


স্কুলের পাঠ শেষ হলে বিদায়ী শিক্ষার্থীরা সপ্তাহ জুড়ে উৎসবে মেতে উঠে। কুইন্সল্যান্ডে এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এই প্রথাটি ‘Leavers’ নামে পরিচিত। আর অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে এটি ‘Coasties’ নামে পরিচিত।

১৯৭০ এর দশকে ব্রিসবেনের স্কুল-বিদায়ী কোনো কোনো শিক্ষার্থী গোল্ড কোস্টে ভ্রমণ করে। লং উইকএন্ডে তারা বন্ধু-বান্ধব নিয়ে পার্টি-উৎসবে মেতে উঠে। 

তখন থেকে এই ‘Schoolies’ এর ধারা শুরু হয় এবং এটি সপ্তাহ ব্যাপী হলিডে-তে পরিণত হয়। অস্ট্রেলিয়া জুড়ে কিশোর-কিশোরীদের বড় হয়ে যাওয়ার স্বাধীনতা হিসেবে প্রায়ই এটিকে গণ্য করা হয়।
Schoolies Week
Source: Getty Images
এই ইভেন্টটির প্রধান ট্রাভেল এজেন্ট হলো Schoolies.com. এর সিইও, সাবেক এএফএল খেলোয়াড় Matt Lloyd বলেন, তারা যতো ট্রাভেল বুকিং করেন তার প্রায় ৯০ শতাংশই গোল্ড কোস্টের জন্য।
এর বিপরীতে, অন্যান্য স্কুল-বিদায়ীরা তুলনামূলকভাবে কম ভীড়পূর্ণ এলাকায় হলিডে করা পছন্দ করে।

স্কুলিজদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে চায় কুইন্সল্যান্ডের Department of Child Safety, Youth and Women এবং City of Gold Coast। এই লক্ষ্যে কাজ করছে Safer Schoolies Response নামের একটি সংস্থা। এর চেয়ারম্যান, আইনজীবি Mark Reaburn বলেন, ১৬ থেকে ২২ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত Schoolies Hub এ তারা মাদক-মুক্ত বিচ পার্টির আয়োজন করছেন। 


Reaburn বলেন, বেশিরভাগ স্কুল-বিদায়ী শিক্ষার্থী পুলিশের নজরে পড়ে না।


The Safer Schoolies Response এর প্রায় হাজার খানেক স্বেচ্ছাসেবী প্রস্তুত থাকবে এবং সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে যাবে।


‘Schoolies’ এর সময়টিতে অভিভাবকরা উদ্বিগ্ন হতে পারেন। কারণ, এই প্রথমবারের মতো তাদের সন্তান কোনো রকম তদারকি ছাড়াই বড় মানুষের মতো স্বাধীনতা ভোগ করতে যাচ্ছে।
Schoolies
Schoolies is a rite of passage for many Australian teenagers as they finish their exams and leave school. But are you prepared? Source: Shutterstock

Drug ARM ২০১১ সালে গোল্ড কোস্টে দেখতে পেয়েছে ১,৫০০ schoolies এর মধ্যে ৪.৪ শতাংশ ড্রাগ ইঞ্জেকশন নিয়েছে এবং ৩.৫ শতাংশ স্কুলিজ তাদের সিরিঞ্জ কিংবা নিডল শেয়ার করেছে।


আর, ভিক্টোরিয়ান সরকারের ২০১২ সালের স্বাস্থ্য-জরিপে দেখা যায়, ভিক্টোরিয়ার Lorne এবং Torquay তে স্কুলিজে অংশ নেওয়া ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৮.৮ শতাংশই একটি অধীবেশনে মদ্য পান করেছে।


Australian Institute of Health and Welfare সম্প্রতি দেখতে পেয়েছে, ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত, অস্ট্রেলিয়ার বয়োসন্ধি-প্রাপ্ত কিশোর-কিশোরীদের আরও ১০ শতাংশ অ্যালকোহল গ্রহণ করা থেকে বিরত থেকেছে।


Alcohol and Drug Foundation এর Laura Bajurny বলেন, অ্যালকোহল সমৃদ্ধ পানীয় গ্রহণের মাঝামাঝি সময়ে পানি পান করা হলে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ঝুঁকি কমে যায়।

সন্তানকে ‘Schoolies’ এ পাঠানোর আগে অভিভাবকরা তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং তাদেরকে আগাম ধারণা দিতে পারেন।


মেলবোর্নের ট্রাভেল এজেন্সি Antipodeans এর পরিচালক Daniel Donati একটি বিকল্প প্রস্তাব করেন। তিনি বলেন ‘Schoolies Unearthed’ প্রোগ্রামের মাধ্যমে তারা ১০ থেকে ১২ দিনের সফরে তুলনামূলকভাবে দরিদ্র দেশ যেমন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিংবা নেপালে যেতে পারে।


অ্যালকোহলমুক্ত এই সফরটিতে ২০ জন কিশোর-কিশোরীকে নেতৃত্ব দেন একজন।




Donati বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন সংস্কৃতির সন্ধান করা হবে। এর পাশাপাশি স্থানীয় সমাজের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।


স্কুল ছেড়ে আসা এসব ছেলে-মেয়েকে দলবদ্ধ থাকার পরামর্শ দেন  Reaburn। একে অপরের প্রতি খেয়াল রাখার পরামর্শও দেন তিনি। আর অভিভাবকদেরকে তিনি বলেন, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখতে।



Police officers watch over the Schoolies week celebrations in Surfers Paradise on the Gold Coast. (Sergio Dionisio/Getty Images)
Police officers watch over the Schoolies week celebrations in Surfers Paradise on the Gold Coast. (Sergio Dionisio/Getty Images) Source: Getty Images
পার্টিতে নিরাপত্তা সম্পর্কে জানতে ভিজিট করুন Alcohol and Drugs Foundation ওয়েবসাইট।

গোল্ড কোস্টে স্কুলিজের সময়ে নিরাপদ থাকার জন্য এবং সাহায্য লাভের জন্য ভিজিট করুন Safer Schoolies ওয়েবসাইট।

যে-কোনো বিপদে সঙ্গে সঙ্গে ফোন করুন ০০০ নম্বরে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share