অস্ট্রেলিয়ার পটভূমিতে সানিয়া লিখেছেন তার প্রথম উপন্যাস 'হসপিটাল'

Bangladeshi Australian writer

Sanya's novel 'Hospital' Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়াতে বড় হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক সানিয়া রুশদী। তার পারিবারিক আবহ এবং বন্ধুদের উৎসাহ তাকে দিয়েছে লেখালেখির অনুপ্রেরণা। সম্প্রতি অস্ট্রেলিয়ার পটভূমিতে বাংলা ভাষায় তার প্রথম উপন্যাস 'হসপিটাল' প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে। ছোটবেলা থেকে বিদেশে থেকেও মাতৃভাষা বাংলা নিয়ে চর্চা এবং লেখালেখি সত্যিই প্রশংসার দাবী রাখে । সানিয়া এসবিএস বাংলাকে জানিয়েছেন লেখালেখি নিয়ে তার অভিজ্ঞতার কথা । সাক্ষাতকারটি শুনতে ওপরের লিঙ্কে ক্লিক করুন ।


 

সানিয়া রুশদী বলেন তার উপন্যাসের উপকরণ তিনি ব্যাক্তিগত এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে পেয়েছেন। তার পরিবার এবং বন্ধুরা তাকে লিখতে উৎসাহিত করেন।
Bangladeshi Australian
Sanya Rushdi Source: Supplied
সানিয়া তার গল্পে সাইকোলজিক্যাল ফিলসফিকে গুরুত্ব দিতে চান । তিনি মনে করেন মানুষের মনোজগৎ ভাষার ওপর নির্ভরশীল, এবং তিনি তার উপন্যাসের শেষের দিকে এ বিষয়টি নিয়ে বিতর্ক করতে চেয়েছেন। 

তিনি উপন্যাস বা গল্পে 'অপ্রমিত' ভাষা ব্যবহার করেন তবে তিনি মনে করেন এটা নির্ভর করবে গল্পের কনট্যাক্সটের ওপর, তিনি 'প্রমিত' ভাষাতেও লিখতে চান । 

ভবিষ্যতে তার আরও ভিন্ন ধরনের লেখার পরিকল্পনা আছে। 

 


Share