"রোহিংগা শরণার্থীদের নিজ বাসভূমে ফিরে যাবার পরিবেশ তৈরি হয়নি"

A Rohingya mother and child fleeing from Myanmar in 2017.

A Rohingya mother and child fleeing from Myanmar in 2017. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

বারবার সামরিক অভিযান এবং নৃশংসতার মধ্যে রোহিঙ্গারা প্রতিবেশী বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যায় মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল। দু'বছর পরেও রোহিঙ্গা জনগণকে তাদের দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভিক্টোরিয়া রাজ্য সরকারে কর্মরত জনাব সালাহউদ্দিন আহমেদ, এবং সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মহসীন হাবিব বেশ কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যুতে কাজ করছেন। তারা এই পরিস্থিতি নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেন।


মিঃ সালাহউদ্দিন আহমেদ বলেন, রোহিংগাদের বিশাল জমায়েত এবং বিক্ষোভের ঘটনা এই অঞ্চলের জন্য হুমকি। তার ধারণা , জটিল পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ তাদের উস্কে দিচ্ছে।
" বাংলাদেশ রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য দেশগুলোকে সম্পৃক্ত করতে খানিকটা ব্যর্থ হয়েছে।"
Salahuddin Ahmed
Salahuddin Ahmed Source: Salahuddin Ahmed
"তুলনামূলকভাবে মিয়ানমার কূটনৈতিক যোগাযোগে বাংলাদেশের চেয়ে এগিয়ে।" 

মিঃ মহসিন হাবিব বলেন, রোহিঙ্গারা তাদের বাসভুমিতে ফিরে যাবার আগে নাগরিকত্বসহ অন্যান্য অধিকারের নিশ্চয়তা চায়।

Bangladehi Migrant, Mohshin Habib, Rohingya Situation
Mohshin Habib Source: Supplied


তারা মিয়ানমারে ফিরে গেলে কর্তৃপক্ষ তাদেরকে ইন্টার্নাল ডিসপ্লেসমেন্ট ক্যাম্প বা IDC-তে রাখবে উল্লেখ করে মিঃ মহসিন বলেন, " ওই ক্যাম্পগুলো তাদের সেনাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের কোন অধিকার নেই, শুধু কিছু খাদ্য দেয়া হয়, তাদের সামাজিকতার কোন উপায় নেই, সেখান থেকে বের হবার উপায় নেই, কোন পড়াশোনার সুযোগ নেই; আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো এসেছে।"


পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন



Share