রিজার্ভ ব্যাংকের সুদহার হ্রাসের কারণে অবসরপ্রাপ্তরা ক্ষতিগ্রস্ত হবেন

retiree income

Retirees may lose their term deposit income for rate cuts Source: AAP, SBS

Get the SBS Audio app

Other ways to listen

গত সপ্তাহে রিজার্ভ ব্যাংকের সুদহার হ্রাসের ফলে প্রবীণ এবং অবসরপ্রাপ্ত নাগরিকরা যারা মূলত বিভিন্ন ধরণের ডিপোজিটের আয়ের ওপর নির্ভরশীল তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন।বিশেষজ্ঞরা ঝুঁকিপূর্ণ এবং অধিক মুনাফা দেবে এমন ধরণের বিনিয়োগের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদনটি পড়তে ওপরের লিঙ্কে ক্লিক করুন।


 

ডিপোজিটের সুদ হার কাটার ফলে ৮৭ বছর বয়স্ক জর্জ রে তার বছরে ৫০০ ডলার বা সপ্তাহে ৪০ ডলার করে হারাবেন।  সিডনির এই পেনশনভোগী বলেন তাকে খাবার তালিকায় কাটছাট করে পুষিয়ে নিতে হবে।

এদিকে রিজার্ভ ব্যাংকের সুদ যে হারে কমেছে তার চেয়ে বেশি হারে কাটা হচ্ছে টার্ম ডিপোজিট গুলোতে যা বাড়ির ঋণের সুদ হার কাটার চেয়েও বেশি। 

কম্বাইন্ড পেনশনার্স এন্ড সুপার এনুয়েনন্টস এসোসিয়েশন হিসেবে করে করে দেখিয়েছে যে,  একজন ব্যক্তি ৯০ হাজার ডলারের একটি ডিপোজিট থেকে বছরে ১৪০ ডলার করে হারাবেন। এই এসোসিয়েশনের পলিসি ম্যানেজার পল ভার্স্টিজ বলেন, সামনে আরো রেট কাটের কথা শোনা যাচ্ছে এবং এতে অবসরপ্রাপ্তদের আয় আরো কমে সাংঘাতিক পরিস্থিতি তৈরী করবে। 


Share