“ট্যাক্স ফাইল নাম্বার থাকলেই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে”

Getty Images/katleho Seisa

Source: Getty Images/katleho Seisa

Get the SBS Audio app

Other ways to listen

এই অর্থ-বছরের আর বেশি দিন বাকি নেই। আগামী জুলাই থেকে নতুন করে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এসবিএস বাংলার সঙ্গে ট্যাক্স রিটার্নের প্রস্তুতির বিষয়ে কথা বলেছেন মেলবোর্ন-ভিত্তিক ট্যাক্স কনসালটেন্ট ও পাবলিক অ্যাকাউন্টেন্ট চঞ্চল মণ্ডল।


ট্যাক্স কনসালটেন্ট ও পাবলিক অ্যাকাউন্টেন্ট চঞ্চল মণ্ডল মনে করেন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য পূর্ব-প্রস্তুতি গ্রহণের দরকার আছে। তিনি বলেন,

“কিছু প্রস্তুতি থাকে সাময়িক, যেমন, অর্থ-বছরের শেষের দিকে। আবার, কিছু প্রস্তুতি থাকে পুরো বছর ব্যাপী।”
“এমপ্লয়ারের কাছ থেকে বছরে ২৭,৫০০ ডলার পর্যন্ত স্যালারি স্যাক্রিফাইস করে সুপার ফান্ডে কন্ট্রিবিউট করা যায় এবং এটাতে তাদের ট্যাক্স কমবে। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি।”

নিয়মিত ট্যাক্স রিটার্ন দাখির করার বিষয়ে চঞ্চল মণ্ডল বলেন,

“ট্যাক্স ফাইল নাম্বার যার থাকবে, তাকেই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।”

তার মতে, কারও যদি আয়কর প্রদানযোগ্য উপার্জন না-ও থাকে, তারপরও তাকে ট্যাক্স ডিপার্টমেন্টকে সেটা অবহিত করতে হবে, যদি তার টি-এফ-এন বা ট্যাক্স ফাইল নাম্বার থাকে।
“তার ট্যাক্সেবল ইনকাম যদি জিরোও হয়, তারপরও সেটা ট্যাক্স অফিসকে জানাতে হবে যে, তার ট্যাক্সেবল ইনকাম জিরো বা তার জন্য ট্যাক্স রিটার্ন দাখিল করা প্রযোজ্য নয়”, বলেন তিনি।

চঞ্চল মণ্ডল আরও বলেছেন রেকর্ড সংরক্ষণের গুরুত্ব, কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে ঘরে থেকে কাজের ক্ষেত্রে করণীয় এবং সুপার-অ্যানুয়েশন ফান্ডের ব্যবহার-সহ ট্যাক্স রিটার্নের নানা দিক নিয়ে।

ট্যাক্স কনসালটেন্ট চঞ্চল মণ্ডলের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share