‘কারার ঐ লৌহ কপাট’ গানটি ব্যবহার করার অনুমতিদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

1.jpg

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’ নতুন সুরে একটি হিন্দি সিনেমায় ব্যবহার করেছেন বিখ্যাত সুরকার এ আর রহমান। কাজী নজরুলের দুই ছেলের পরিবার প্রশ্ন তুলেছেন ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি ব্যবহার করার অনুমতিদানের প্রক্রিয়া নিয়ে। Credit: Partha Mukhopadhyay

Get the SBS Audio app

Other ways to listen

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’ নতুন সুরে একটি হিন্দি সিনেমায় ব্যবহার করেছেন বিখ্যাত সুরকার এ আর রহমান। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রেক্ষাপটের ঐ ছবিতে ব্যবহার করা গানটি নিয়ে খুব বিতর্ক হচ্ছে কলকাতা এবং ঢাকায়।


পক্ষে-বিপক্ষে সব যুক্তিই আছে। দু’দেশে বাস করা কাজী নজরুলের দুই ছেলের পরিবার প্রশ্ন তুলেছেন ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি ব্যবহার করার অনুমতিদানের প্রক্রিয়া নিয়ে।

বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর (রয় কপূর ফিল্মস)। এই প্রসঙ্গে সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে তারা। সেখানে লেখা হয়েছে,

‘‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’’
WhatsApp Image 2023-11-14 at 3.52.11 AM.jpeg
Credit: Partha Mukhopadhyay
এরই সঙ্গে নির্মাতারা লিখেছেন, ‘‘নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।’’

এরই সঙ্গে নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তাঁর পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল সে কথাও ওই বিবৃতি জানানো হয়েছে।

বিবৃতিতে রায় কপূর ফিল্মস জানিয়েছেন, ‘‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’’

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share