এই অশান্ত সময়ে কীভাবে টিকে থাকবেন?

Lining up outside Centrelink

Lining up outside Centrelink Source: Source: AAP Image/Stefan Postles

Get the SBS Audio app

Other ways to listen

ইউনিয়ন নিউ সাউথ ওয়েলসের সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, অনেক অস্থায়ী অভিবাসী কোভিড -১৯ এর সময় কষ্ট সহ্য করছেন।৮৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তাদের সাপ্তাহিক ব্যয় পরিশোধে অসুবিধা হয়েছে এবং ৪৩ শতাংশ নিয়মিতভাবে বিভিন্ন বেলায় খাবার খাওয়া এড়িয়ে যান।আমরা এই অশান্ত সময়ে আপনার প্রয়োজন হতে পারে এমন কিছু উপযোগী পরামর্শ/টিপস অন্বেষণ করেছি।উপরের প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


বাজেট করার অভ্যাসটি সাধারণ সময়ে খুবই উপকারী।এর মাধ্যমে আমরা বিলগুলি পরিশোধ করতে এবং নিজের খাওয়ারখরচ মেটাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখতে পারি।তবে National Debt Helpline financial counsellor Kane Johnson বলেন, প্রায়শই আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অভিবাসী কর্মীদের জন্য বৈশ্বিক মহামারীর সময়ে বেঁচে থাকাটাই একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।কোভিড -১৯ দ্বারা তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে, ‘No Worker Left Behind’ নামে একটি জরিপ চালায় Unions New South Wales. এতে ৫০০০ অস্থায়ী ভিসাধারীকে প্রশ্ন করা হয়। এতে দেখা গেছে যে, ৮৭ শতাংশ উত্তরদাতা তাদের সাপ্তাহিক ব্যয় মেটাতে সংগ্রাম করেছেন।
জনসন পরামর্শ দেন যে, যদি আপনি এই ব্যয় মেটাতে না পারেন তাহলে আপনার ব্যাংকের সাথে কথা বলতে পারেন।

Unions NSW জরিপে দেখা গেছে, ৩০ শতাংশ অস্থায়ী অভিবাসীরা বলছে তারা বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে নি এবং উচ্ছেদের আশংকায় রয়েছে।Tenants’ Union New South Wales এর policy এবং advocacy co-ordinator Jemima Mowbray উপদেশ দেন যে, আপনার আর্থিক অসুবিধা নিয়ে বাড়িওয়ালার সাথে কথা বলতে।

অস্ট্রেলিয়ায় কয়েকটি রাজ্য ও টেরিটোরি সরকার আর্থিক চাপে থাকা পরিবারগুলোর জন্য energy payment সাপোর্ট দেয়ার প্রস্তাব করেছ
সার্ভিস এনার্জি অ্যাকাউন্টস পেমেন্ট অ্যাসিস্ট্যান্স হিসেবে সার্ভিস এন এস ডব্লিউ ৫০ ডলারের ভাউচার দিচ্ছে।অন্যদিকে ভিক্টোরিয়ান বাসিন্দারা ইউটিলিটি রিলিফ গ্রান্ট স্কিমের জন্য দুই বছরের মেয়াদে প্রত্যেক রকমের ইউটিলিটির জন্য ৬৫০ ডলার পেতে আবেদন করতে পারেন। যদি আপনি আর্থিক অসচ্ছলতার মধ্যে থাকেন, তাহলে জনসন আপনার ইউটিলিটি সরবরাহকারীদের সাথে কথা বলার পরামর্শ দিচ্ছেন।

যারা তাদের জীবিকা নির্বাহের সুযোগ হারিয়েছেন, তাদের প্রতি COVID-19 অভাবনীয় আর্থিক চাপ সৃষ্টি করেছে। Unions NSW এর জরিপে দেখা গেছে যে ৬৫ শতাংশ অস্থায়ী অভিবাসী এপ্রিলের শুরুতে চাকরি হারিয়েছেন। Council of International Students Australia এর National Welfare officer Kasun Kalhara বলেন, যদিও আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে তাদের superannuation এবং সঞ্চয় থেকে অর্থ সংগ্রহ করতে উত্সাহিত করা হয়েছে , তবুও এই প্রাথমিক সঞ্চয়গুলি মহামারীর ফলে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কাজে আসে নি।

৬০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের চাকরি হারায় এবংএপ্রিলের প্রথম দিকে ২৫ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থির কাজের hour উল্লেখযোগ্য ভাবে কমে যায়। ফলে অবস্থা আরও খারাপ হয়ে যায়।৩৭ শতাংশ অস্থায়ী অভিবাসী তাদের পরিবার, বন্ধুবান্ধব কিংবা সঙ্গীর উপর নির্ভর করে।কিন্তু সেটাও বিভিন্ন দেশে কোভিড -১৯ এর পরিস্থিতি কারণে সম্ভবহচ্ছে না।

Department of Home Affairs সম্প্রতি ঘোষণা করেছে যে, আন্তর্জাতিক শিক্ষার্থিরা যদি কোভিড -১৯-এর কারণে তাদের মূল ভিসার মেয়াদের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারে তবে তারা নিখরচায় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে পারবে।
কালহার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

যদিও ফেডারেল সরকার বলছে যারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা superannuation এর সুবিধা নিতে পারেন।তবে জনসন বলেছেন যে, সিদ্ধান্তগুলি হালকাভাবে নেওয়া উচিত নয় এবং এটি করার আগে আর্থিক পরামর্শ নেওয়া উচিত।

অস্ট্রেলিয়ানরা ৩০ জুনের আগে এবং ৩১ শে ডিসেম্বরের আগে দুটি আবেদনে তাদের superannuation ফান্ড এর অর্থ উঠাতে পারবে।তবে অস্থায়ী অভিবাসীরা কেবলমাত্র একবারই ২০১৯/২০ অর্থবছরের আগেই তা তুলতে সক্ষম হয়েছিল।

আর্থিক সমস্যায় যাদের শেষ জিনিসটি হয় তা হল মোটা জরিমানা।লিগ্যাল এইড এনএসডাব্লু এর ওয়ার্ক অ্যান্ড ডেভলপমেন্ট অর্ডার সার্ভিসের সহকারী ব্যবস্থাপক লিন্ডা মায়েন্স বিষয়টি ব্যাখ্যা করছেন।

নিউ সাউথ ওয়েলসের ‘ওয়ার্ক অ্যান্ড অর্ডার স্কিম ১০ বছর ধরে চলছে ।২০০০ এর বেশি কমিউনিটি সংগঠন এতে জড়িত।তারা আপনার জরিমানার অর্থ সেচ্ছাশ্রমের অথবা কমিউনিটি প্রোগ্রামগুলো মাধ্যমে পরিশোধের সুযোগ করে দেয়।কিছু রাজ্য ও টেরিটোরি একই ধরনের সেবা দিয়ে থাকে।

ইনফক্সচেঞ্জ একটি ডিজিটাল এবং প্রযুক্তির সামাজিক উদ্যোগ।অনলাইন ডিরেক্টরি Ask Izzy পরিচালনা করে এটি।অস্ট্রেলিয়া জুড়ে ৩০০,০০০ এরও বেশি মানুষকে সামাজিক পরিষেবায় সংযুক্ত করা হয়েছে এর মাধ্যমে।এর প্রধান নির্বাহী ডেভিড স্প্রিগস বলেছেন যে, কোভিড-১৯ চলাকালীন অস্থায়ী অভিবাসীদের কাছে ডিরেক্টরিটির চাহিদা বেড়েছে।

করোনাভাইরাস অর্থনৈতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসাবে debt threshold বাড়িয়েছে Australian Financial Security Authority. ঋণ-খেলাপির বিরুদ্ধে ব্যাংকরাপ্সির নোটিশ প্রদানের জন্য আবেদন করার জন্য এই ডেট থ্রেশহোল্ড প্রয়োজন হয়। এটি এখন ৫০০০ ডলার থেকে বাড়িয়ে ২০,০০০ ডলার করা হয়েছে।
তবে জনসন বলেছেন, bankruptcy কেবলমাত্র একমাত্র বিকল্প নয়।

নিখরচায় এবং গোপনীয় আর্থিক পরামর্শের জন্য, সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত National Debt Helpline এ 1800 007 007 এ রিং করুন।

আপনি 13 14 50 এ national translating and interpreting service এ কল করে বেশিরভাগ ক্ষেত্রে বিনামূল্যে দোভাষী পরিষেবাটি অ্যাক্সেস করতে পারেন।

আপনি যে সামাজিক পরিষেবাদিগুলির জন্য যোগ্য তা সম্পর্কে জানতে, Ask Izzy অনলাইন ডিরেক্টরিটিতে Askizzy.org.au এ যান।

আপনি লিগাল এইড এর পরামর্শ নিতে পারেন কিভাবে কমিউনিটি সার্ভিস থেকে আপনার জরিমানা পরিশোধ করবেন।


Share