'ইয়াং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার' পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী নাইরৌং ত্রিপুরা

Nairwng Tripura is seen with Ms Yvette Berry, ACT Minister for Education and Senior Bangladeshi community member Kamrul Ahsan Chowdhury

Nairwng Tripura (centre) with ACT Minister for Education Yvette Berry and Bangladeshi community member Kamrul Ahsan Chowdhury at the award ceremony. Source: Supplied by Kamrul Ahsan Chowdhury

Get the SBS Audio app

Other ways to listen

ক্যানবেরা রাজ্য সরকার প্রতি বছর ১২ থেকে ২৫ বছর বয়সী তরুণদের পরিবেশ রক্ষা, শিল্পকলা, সমাজকর্ম ও স্বেচ্ছাসেবা-সহ মোট ৭টি বিভাগে ইয়ং ক্যানবেরা সিটিজেন অফ দা ইয়ার পুরস্কার দিয়ে থাকে। তার মধ্যে 'ইয়ং এচিভার' বিভাগে পুরস্কার পেয়েছেন অভিলাষ ত্রিপুরা ও রাজেশ্বরী রোয়াজার কন্যা নাইরৌং ত্রিপুরা।


১২ বছরের কিশোরী নাইরৌং গত কয়েক বছর ধরে ক্যানবেরা কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। যেসব কর্মসূচিতে সে অংশগ্রহণ করেছে তার মধ্যে আছে সমাজকর্ম, ২০১৯ সালে বুশফায়ারের অগ্নিনির্বাপক বাহিনীর জন্য তহবিল উত্তোলন, সাংস্কৃতিক বৈচিত্রের উন্নয়নসহ বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সাহায্য।

তার এই বিস্তৃত কাজের স্বীকৃতিস্বরূপ গত ১লা এপ্রিল নাইরৌং এর হাতে এ পুরস্কার তুলে দেন ক্যানবেরার শিক্ষা ও যুব বিষয়ক মন্ত্রী ইভেট ব্যারী।

১৪ জন পুরস্কার বিজয়ীদের মধ্যে নাইরৌং ত্রিপুরা সর্বকনিষ্ঠ।
Nairwng Tripura
Nairwng Tripura Source: Abhilash Tripura
কি অনুপ্রেরনা থেকে সে মানুষের জন্য কাজ করে, জানতে চাওয়া হলে সে এসবিএস বাংলাকে জানায় যে, অস্ট্রেলিয়ায় আসার আগে থেকে সে সুবিধাবঞ্চিত পরিবার ও আপনজনদের সমস্যাসঙ্কুল অবস্থা দেখে এসেছে।

নাইরৌং বলে,“অস্ট্রেলিয়ায় আসার পর সবকিছুই নাটকীয়ভাবে বদলে গেছে; এখন আমি যে সুযোগ-সুবিধা পাচ্ছি, আমি তা আমার চারপাশের সব মানুষের কাজ লাগাতে চাই।"
Nairwng Tripura with her parents and siblings
Nairwng Tripura with her parents and siblings Source: Abhilash Tripura
সে তার ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে বলে, "আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, আর আমি তা বাস্তবায়িত করতে চাই। আমি কমিউনিটিকে সেবা করার মধ্য দিয়ে পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে যেতে চাই।”

নাইরৌং একজন চ্যাম্পিয়ন সাঁতারুও বটে। সে স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ক্যানবেরার প্রতিনিধিত্ব করে আসছে।

নাইরৌং ত্রিপুরা এবং তার পিতা অভিলাষ ত্রিপুরার পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুনঃ


Share