বাংলাদেশের অন্তর্বর্তী সরকার: সংকট থাকলেও "সরকারকে সময় দিতে হবে"

Martyrs are coming back, program held in Dhaka

Members hold martyrs' portraits during a rally held under the banner 'Justice for July', at the Shahbagh area in Dhaka, Bangladesh, 06 September 2024. Justice for July, organized a program titled 'Martyrs are coming back' as they demanded eight points, including for the wounded and justice for the July massacre. According to the Information advisor Nahid Isla, martyrs are listed in the students' uprising lists in which 800 names have been found. Source: EPA / MONIRUL ALAM/EPA

Get the SBS Audio app

Other ways to listen

একটি সহিংস আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন হলে বাংলাদেশে এখন দায়িত্ব পালন করছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়ে ব্যাপক প্রাণহানি ও জানমালের ক্ষতি হয়েছে, যা এখন পর্যন্ত পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয় নি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি নিয়ে একটি প্রতিবেদন।


গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে কোটা ও সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোকে ‘জুলাই গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

শুরুতে শুধুমাত্র কোটা বিরোধী ছাত্র আন্দোলন হলেও অভিযোগ রয়েছে যে সরকারি অভিযানের প্রেক্ষিতে এই বিপুল মানুষের প্রাণহানি ঘটে, যার মধ্যে রয়েছে শিশু, কিশোর এবং তরুণরাও।

ফলে এটা ব্যাপকভাবে মনে করা হয় যে এই আন্দোলন দমাতে সরকারের ব্যবস্থা বাংলাদেশের নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং পরবর্তীকালে সাধারণ জনতাও এতে যুক্ত হয়ে পড়ে।

এই আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের লেখক এবং প্রকাশনা সংস্থা জলধির প্রকাশক নাহিদা আশরাফী।

কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, "আমাদের চোখের সামনে যখন এজন্য আমাদের সন্তানদের আঘাত করা হচ্ছে, তখন আমরা তো চুপ করে থাকতে পারি না।"
WhatsApp Image 2024-09-10 at 3.28.10 PM.jpeg
Nahida Ashrafi is a Bangladeshi writer, editor and publisher from Jolodhi publishing house. Credit: Nahida Ashrafi
অস্ট্রেলিয়ায় বসবাস করেন শরীফ খান, যার ভাগ্নে এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

তিনি বলেন, "আমার ভাগ্নে ছিল এইচএসসি পরীক্ষার্থী, ঘটনার দিন আন্দোলনরত শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে পুলিশের গুলিতে সে মারা যায়।"

তবে হাসিনা সরকারের বিদায়ের পর কিছু জায়গায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং আহমদীয়া সম্প্রদায়ের বাড়িঘর ও স্থাপনার উপর হামলার খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহমদীয়া সম্প্রদায়ের একজন সদস্য আমির (ছদ্মনাম), যার বাড়ি বাংলাদেশের সীমান্তবর্তী পঞ্চগড় জেলার কোতওয়ালী থানার ধাক্কামারা ইউনিয়নের অধীনে ‘আহমদনগর’ গ্রামে।

তিনি এখন অস্ট্রেলিয়ায় আছেন।

তিনি এসবিএস বাংলাকে জানান, হাসিনা সরকারের পতনের পরই তার ও তার সম্প্রদায়ের অনেক সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, নিরাপত্তার জন্য তাদের পরিবার এখন এলাকা ছাড়া।
আরও শুনুন
bangla_19072024_QuotaBD.mp3 image

বাংলাদেশে চলমান সহিংস পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের উদ্বেগ, শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

SBS Bangla

19/07/202406:53
তিনি এ হামলার জন্য 'অসহিষ্ণু ধর্মীয়' গোষ্ঠীকে দায়ী করে বলেন, "আমরা কোন রাজনীতির সাথে জড়িত না, এবং শান্তিপ্রিয় কমিউনিটি। এরপরেও কিছু চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী আমাদের বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় হামলা চালায়।"

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ইতিমধ্যেই এক মাস পেরিয়ে গেছে। প্রশাসনের শীর্ষপদে ব্যাপক রদবদল ছাড়াও দেশের আর্থিকখাতসহ বেশকিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ।

বাংলাদেশ সংবাদ সংস্থা জানাচ্ছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে এবং এটি দ্রুতই দৃশ্যমান হবে।
Students Launch Jatiya Nagorik Committee - Dhaka
Dhaka, Bangladesh, 8 September 2024: A 55-member Jatiya Nagorik Committee was unveiled today to work for the fulfillment of the dream of the anti-discrimination student movement that toppled the Awami League-led government. On behalf of the Anti-Discrimination Students Movement, Nasir announced the formation of the 55-member Jatiya Nagorik Committee at the Central Shaheed Minar in the capital around 5:30pm. On Saturday, a press statement was issued regarding the formation of the Jatiya Nagorik Committee. It mentioned that Sheikh Hasina-led government was toppled with the sacrifices of hundreds of martyrs and thousands of injured. Source: ABACA / Suvra Kanti Das/ABACA/PA
সার্বিকভাবে জনগণের আস্থা ফেরাতে ড. ইউনূসের সরকারের উদ্যোগ সম্পর্কে লেখক নাহিদা আশরাফী বলেন, আন্দোলনের ফলশ্রুতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে।

তবে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক বলে মনে করেন আহমদীয়া সম্প্রদায়ের মি. আমির। বাংলাদেশ ফিরে যাওয়ার বিষয়ে এখনো শংকিত বলে জানান তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে সংঘাত–সহিংসতায় নিহত ছাড়াও আহতদের সংখ্যা সারা বাংলাদেশে ১৮ হাজারেরও বেশি বলে সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে।

তবে এই আন্দোলনে নিহতদের অনেক পরিবারই আর্থিক সমস্যায় পড়েছেন।

শরীফ খান বলেন, তার ভাগ্নের পরিবার অত্যন্ত দরিদ্র, তিনি চেষ্টা করছেন তার বোনকে সাহায্য করার।

তবে অন্তর্বর্তী সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ থাকার পরও সংকট উত্তরণে যথেষ্ট আশাবাদী নাহিদা আশরাফী।

তিনি বলেন, সরকারে তরুণদের অন্তর্ভুক্তি অত্যন্ত ইতিবাচক।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
 পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের । এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share