জরিমানার ঝুঁকি এড়িয়ে সঠিক উপায়ে ব্যবহৃত আসবাব সরঞ্জাম অপসারণের নিয়ম

SG Illegal household dumping at the Sydney street

Things like clothes and kitchen utensils are not considered hard waste, but bigger household items like furniture are. Source: iStockphoto / Julia Gomina/Getty Images/iStockphoto

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ার বেশিরভাগ সিটি কাউন্সিল বিনামূল্যে হার্ড ওয়েস্ট বা ব্যবহৃত আসবাব সরঞ্জাম বর্জ্য হিসেবে সংগ্রহ করে। তবে কী ধরণের বর্জ্য গ্রহণ করা হবে এবং কখন গ্রহণ করা হবে তার নিয়ম রয়েছে। এই সেটেলমেন্ট গাইডে আলোকপাত করা হয়েছে কীভাবে দায়িত্বের সাথে এবং নিরাপদে অবাঞ্ছিত আইটেমগুলি থেকে মুক্তি পেতে পারেন।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • হার্ড ওয়েস্ট অপসারণ পরিষেবা বুক করার সময় বা এ ধরণের সার্ভিস ব্যবহার করার সময় বাসিন্দাদের নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে
  • হার্ড ওয়েস্ট হিসেবে গ্রহণযোগ্য এমন সামগ্রী ছাড়া অন্য বর্জ্য রাখা হলে ৪,০০০ ডলার পর্যন্ত জরিমানা প্রযোজ্য হতে পারে
  • অস্ট্রেলিয়ায় বিভিন্ন সুপারমার্কেটসহ হাজার হাজার জায়গা রয়েছে যেখানে ব্যবহৃত মোবাইল ফোন বা ব্যাটারীর মত ছোট ছোট জিনিসগুলো অপসারণের জন্য জমা দিতে পারেন
সাম্প্রতিক তথ্য থেকে জানা যায় যে অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম মাথাপিছু বর্জ্য উৎপাদনকারী দেশ এবং বেশিরভাগ আবর্জনা ল্যান্ডফিলে ফেলা হয়।

এর মধ্যে রয়েছে স্থানীয় কাউন্সিল দ্বারা সংগ্রহ করা অবাঞ্ছিত গৃহস্থালী সামগ্রী, যেটি তাদের হার্ড ওয়েস্ট কালেকশন সার্ভিসের অংশ।

আলেজান্দ্রা ল্যাকলেট হলেন প্ল্যানেট আর্কের সিনিয়র রিসাইক্লিং ক্যাম্পেইন ম্যানেজার, যা একটি অস্ট্রেলিয়ান অলাভজনক পরিবেশ সংগঠন।

তিনি বলেন, ফার্নিচারের মত বেশিরভাগ আইটেম যা হার্ড ওয়েস্ট হিসেবে গণ্য করা হয় সেগুলো রিসাইকেল করা হয় না বা করা অসম্ভব কিংবা আর্থিকভাবে লাভজনক নয় এবং এটির স্থান হয় ল্যান্ডফিলে।
SG Waste pile.jfif
The ‘out of sight, out of mind’ approach to hard waste is misguided, as most of it will end up in landfill Credit: Getty Images/Ingrid Nagy / EyeEm
সিডনির ব্ল্যাকটাউন সিটি কাউন্সিল অস্ট্রেলিয়ার অন্যান্য কাউন্সিলের মত হার্ড ওয়েস্ট সংগ্রহ করে যেগুলি পুনরায় ব্যবহার করা যায় না বা রিসাইকেল করা যায় না। তারা এগুলো সংগ্রহের জন্য নির্দিষ্ট কোন দিনের পরিবর্তে একটি বুকিং সিস্টেম ব্যবহার করে।

মারিয়া হন্ড্রো-জিয়ানিস বর্জ্য অপারেশনের কাউন্সিলের প্রকল্প এবং সিস্টেম অফিসার।

তিনি ব্যাখ্যা করে বলেন আমাদের অন-কল পরিষেবা আছে যার মাধ্যমে ফোন করে বা অনলাইনে বুকিং করা যায়।

হার্ড ওয়েস্ট অপসারণ পরিষেবা বুক করার সময় বা এ ধরণের সার্ভিস ব্যবহার করার সময় বাসিন্দাদের নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে যেমন বর্জ্যের পরিমাণ এবং ধরণ এবং অপসারণের পদ্ধতি সম্পর্কে বুঝতে হবে।

তবে এই নিয়ম বিভিন্ন কাউন্সিল ভেদে আলাদা হতে পারে, তাই আপনার সিটি কাউন্সিল থেকে এগুলো জেনে নেয়া ভাল, কারণ এর ব্যত্যয় হলে আপনাকে জরিমানা করা হতে পারে।

মিজ হন্ড্রো-জিয়ানিস ব্ল্যাকটাউনসহ বেশিরভাগ কাউন্সিলে যে মূল নিয়মগুলি প্রযোজ্য সে সম্পর্কে বলেন, "এই আইটেমগুলি সংগ্রহের তারিখের এক দিন আগে পর্যন্ত ন্যাচার স্ট্রিপে রাখা যাবে না। কারণ অনেক প্রতিবেশীরা অবৈধভাবে সেখানে ময়লা ফেলতে চাইবে এবং সেক্ষেত্রে দেখা যাবে গ্রহণযোগ্য নয় এমন সামগ্রীও সেখানে রাখা হয়েছে। এই প্রবণতা কমাতে আমরা প্রথমে বাসিন্দাদের বোঝাতে চেষ্টা করি যাতে তারা সঠিক কাজটি করে এবং আমাদের শর্তগুলি মেনে চলে। তবে যদি এটি না করা হয় তবে ৪,০০০ ডলার পর্যন্ত জরিমানা প্রযোজ্য হতে পারে।"
SG hard rubbish kerbside.jpg
Check council requirements on how you should place hard waste for collection and safety considerations, to avoid having things left behind. Credit: Getty Images- Stuart Murdoch/EyeEm
সংগ্রহের জন্য গ্রহণযোগ্য আইটেম কাউন্সিল ভেদে ভিন্ন।

মেলবোর্নের মেরি-বেক সিটি কাউন্সিলর মার্ক রিলি হার্ড ওয়েস্ট কী সে সম্পর্কে বলেন, এগুলো হলো ঘরের ফার্নিচার, ম্যাট্রেস, হোয়াইট গুডস বলে পরিচিত ওয়াশিং মেশিন থেকে শুরু করে ডিশওয়াশার, ফ্রিজ; এছাড়া আছে কার্পেট, স্ক্র্যাপ মেটাল, কাঠ, গ্লাস শীট ইত্যাদি।"

কিছু আইটেম হার্ড ওয়েস্ট হিসাবে ফেলা যাবে না, যেমন নির্মাণ সামগ্রী।

তিনি বলছেন নির্মাণ সামগ্রীর মত জিনিস সিটি কাউন্সিল সংগ্রহ করে না। এর জন্য আলাদা ওয়েস্ট সার্ভিস আছে কারণ এতে ক্ষতিকর রাসায়নিক, তেল, এবং বিষাক্ত রঙ থাকতে পারে। এছাড়া হার্ড ওয়েস্টের সাথে টায়ার, গাড়ীর ব্যাটারি, বিন ব্যাগ, পলিস্টাইরিন বা এই জাতীয় জিনিস দেয়া যাবে না।"
SG construction material.jpg
Illegal dumping can cost offenders thousands of dollars in fines. Credit: Getty Images/Tobias Titz
কোন কোন স্টেটে ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য ল্যান্ডফিলে ফেলা নিষিদ্ধ যার মধ্যে ভিক্টোরিয়া অন্যতম। কারণ এতে বিপজ্জনক উপাদান রয়েছে। এর মানে হল যে এই স্টেটের স্থানীয় কাউন্সিলগুলি তাদের হার্ড ওয়েস্ট সংগ্রহের সময় ইলেকট্রনিক বর্জ্য গ্রহণ করবে না যদি না তাদের ওয়েবসাইটে ভিন্ন কিছু বলা হয়।

সাসটেইনেবিলিটি ভিক্টোরিয়ার অন্তর্বর্তী সিইও ম্যাট জেনেভার বলেন,

"পুরো অস্ট্রেলিয়াতেই ইলেকট্রনিক বর্জ্য - যেমন প্লাগ, ব্যাটারি বা পাওয়ার কর্ডসহ এ ধরণের আইটেম ল্যান্ডফিলে ফেলার অনুমতি নেই। ইলেকট্রনিক বর্জ্য আপনার বাড়ির কোন বিনেই ফেলা উচিত নয়। সুতরাং, টিভি, ব্যাটারি, হেয়ার ড্রায়ার এবং ফ্রিজের মতো আইটেমগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।"
মি. জেনিভার বলেন আক্ষরিক অর্থেই অস্ট্রেলিয়ায় বিভিন্ন সুপারমার্কেটসহ হাজার হাজার জায়গা রয়েছে যেখানে ব্যবহৃত মোবাইল ফোন বা ব্যাটারীর মত ছোট ছোট জিনিসগুলো জমা দিতে পারেন। যেমন হার্ভে নরম্যান বা অফিসওয়ার্ক স্টোরে এই সুবিধা আছে।

পেইন্ট সাধারণত হার্ড ওয়েস্টের সাথে নেয়া হয় না। অপ্রয়োজনীয় বা অব্যবহৃত পেইন্ট এবং এর প্যাকেজিং পেইন্টব্যাকের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

এগুলো ফেলার জন্য বিভিন্ন স্টেট ও টেরিটোরিতে ফ্রী সার্ভিস আছে যার মাধ্যমে বিষাক্ত গৃহস্থালী সামগ্রী বা রাসায়নিক দ্রব্য নিরাপদে অপসারণ করে যাতে ল্যান্ডফিল এবং জলপথগুলো ক্ষতিগ্রস্ত না হয়।
SG sorting out e-waste.jpg
Some councils will accept e-waste through hard waste collection. Credit: Getty Images/KSChong
মি. জেনেভার বলেন কিছু পণ্য আলাদাভাবে এবং দায়িত্বের সাথে ফেলে দেওয়া উচিত।

যেমন ক্লিনার, ব্লিচ, এমনকি নেইলপলিশের রাসায়নিকও ক্ষতিকর হতে পারে।ইনসেক্ট স্প্রে, কীটনাশক, যে কোনও জ্বালানী তেল, যে কোনও গ্যাসের ক্যানিস্টারের মতো জিনিসগুলো বিপজ্জনক পণ্য, এবং কখনোই আপনার বিনে ফেলা উচিত নয়, এবং আরও গুরুত্বপূর্ণ, আপনার ড্রেন দিয়ে কখনো ফেলবেন না। এগুলো অপসারণের বিশেষ জায়গা আছে।

অন্য পরিবারের ফেলে দেয়া হার্ড ওয়েস্টের স্তূপ থেকে কিছু নেয়াও অনেক কাউন্সিল নিরুৎসাহিত করে। এমনকি এজন্য জরিমানাও করতে পারে। সুতরাং, এ ব্যাপারে জেনে নেয়া ভাল।

তবে কাউন্সিলর রিলি বলেন যে মেরি-বেক সিটির মত কোন কোন কাউন্সিল বাসিন্দাদের অবাঞ্ছিত আইটেমগুলিকে নিরাপদ হলে দ্বিতীয়বার ব্যবহার করা যায় কিনা এ বিষয়ে উত্সাহিত করে।
SG toxic products.jpg
Chemicals including cleaners, bleach, insect sprays, pesticides, any fuel, or gas canisters, shouldn't be put out as hard waste, nor put in your bin or tipped down your drain. Credit: Getty Images/Fertnig
এছাড়াও অনলাইন 'হার্ড রাবিশ রেসকিউ' নামে একটি গ্রুপ রয়েছে, যারা পুনরায় ব্যবহার কর নিরাপদ এমন সব আইটেম সংগ্রহ করতে পারে।

এমনি একটি সংগঠন প্ল্যানেট আর্কের আলেজান্দ্রা ল্যাকলেট বলেন যে আপনার আইটেমগুলি যাতে ময়লার ভাগাড়ে না যেতে পারে তা নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প আছে।

যেমন গামট্রি বা ফেসবুকে এগুলো আপনি ফ্রী দেবেন জানিয়ে পোস্ট করলে অনেকেই তুলে নেবে।
SG repairing furniture.jpg
A good piece of furniture can be repaired to avoid putting it into the waste system Credit: Getty Images/AJ_Watt
  • আপনার এলাকায় হার্ড ওয়েস্ট অপসারণের উপায় সম্পর্কে জানতে স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করুন।
  • প্ল্যানেট আর্কের ওয়েবসাইট থেকেও মূল্যবান তথ্য পাবেন।
  • বিভিন্ন স্টেটের বিপজ্জনক বা ক্ষতিকর বর্জ্য অপসারণের ডিপো সম্পর্কে ওয়েবসাইট দেখুনঃ,, , , এবং  
  • আপনার অবাঞ্ছিত পেইন্ট এবং প্যাকেজিং অপসারণ করতে এখানে
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার 
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share