“এই বাজেট একটা আশাপ্রদ বাজেট আমি মনে করি”

The 2021-22 Women’s Budget Statement is seen in lockup at Parliament House in Canberra, Tuesday, May 11, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

The 2021-22 Womens Budget Statement is seen in lockup at Parliament House in Canberra, Tuesday, May 11, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

এবারের ফেডারাল বাজেটের অন্যতম উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়ার বিদ্যমান বেকারত্বের হার ৫.৬ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশের নিচে নিয়ে আসা। ফেডারাল বাজেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইকনমিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টির সিনিয়র লেকচারার ড. মমতা চৌধুরী।


ড. মমতা চৌধুরী বলেন, বিভিন্ন রকম প্রণোদনার মাধ্যমে বেকারত্বের হার কমিয়ে আনা হচ্ছে। যেমন, ট্যাক্স কাট।

তিনি বলেন,

“এই বাজেট একটা আশাপ্রদ বাজেট আমি মনে করি।”

এবারের বাজেটে নারী উন্নয়ন, নারী নিরাপত্তা ও শিশুদের জন্য বরাদ্দ সম্পর্কে তিনি বলেন,

“নারী ও শিশুর নিরাপত্তা, নারীর অর্থনৈতিক সুরক্ষা এবং নারীর উপার্জনের সক্ষমতা বাড়ানোর জন্য এবারের বাজেটে বেশ সুন্দরভাবে ফোকাস করা হয়েছে।”
এই বাজেটকে অনেকেই নির্বাচনী বাজেট বলে মনে করছেন। এর কারণ হিসেবে তিনি বলেন,

“বর্তমান সরকার এই বাজেটের মাধ্যমে সবাইকে এক ধরনের খুশি রাখার চেষ্টা করেছে। সকলের জন্যই কিছু না কিছু শুভ বার্তা বয়ে আনার চেষ্টা করেছে।”

ড. মমতা চৌধুরী মনে করেন অবকাঠামো খাতকে উপেক্ষা করা হয় নি এবার।

“এবারে অবকাঠামোতে যে ১৫.২ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, সেটা, আমি মনে করবো যে, অবকাঠামোর উন্নয়নকে উপেক্ষা করা হয় নি।”
ড. মমতা চৌধুরী বলেন, বর্তমান সরকার এই বাজেটের মাধ্যমে সবাইকে এক ধরনের খুশি রাখার চেষ্টা করেছে। সকলের জন্যই কিছু না কিছু শুভ বার্তা বয়ে আনার চেষ্টা করেছে।
ড. মমতা চৌধুরী বলেন, বর্তমান সরকার এই বাজেটের মাধ্যমে সবাইকে এক ধরনের খুশি রাখার চেষ্টা করেছে। সকলের জন্যই কিছু না কিছু শুভ বার্তা বয়ে আনার চেষ্টা করেছে। Source: Dr Mamta Chowdhury
ড. মমতা চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share