গবেষণা এবং উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করতে চান ডঃ মাহমুদুর রহমান

Dr Mohammad Mahmudur Rahman

Dr Mohammad Mahmudur Rahman Source: Dr Mohammad Mahmudur Rahman

Get the SBS Audio app

Other ways to listen

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটি তালিকা প্রকাশ করেছে যেখানে বিশ্বের দুই শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ড. মোহাম্মদ মাহমুদুর রহমান।


ড. মোহাম্মদ মাহমুদুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটিতে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন। তিনি রসায়ন শাস্ত্র নিয়ে পড়াশুনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং পিএইচডি সম্পন্ন করেছেনে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ড. মাহমুদুর রহমান কথা বলেছেন এসবিএস বাংলার সাথে তার গবেষণা প্রসঙ্গে।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল মেডিসিনে তার প্রকাশিত গবেষণা পত্রগুলোর সাইটেশন বা অন্য গবেষক-লেখকদের মাধ্যমে উল্লেখযোগ্য হারে ব্যবহৃত হয়েছে।
  • "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে 'মুখস্ত বিদ্যার' ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের মস্তিস্ক খাটাতে শিক্ষকদের উৎসাহিত করতে হবে; এজন্য শিক্ষকদেরও ট্রেইনিংয়ের প্রয়োজন আছে।"
  • বিদেশে গবেষণা-উচ্চতর শিক্ষায় ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা দিতে শিক্ষাবিদদের আহবান জানান ড. মাহমুদুর রহমান।

ড. মাহমুদুর রহমানের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন

আরো দেখুনঃ




Share