“আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করছি না”

Suman Saha.jpeg

সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র সুমন সাহা বলেন, আগের তুলনায় তার দায়িত্ব অনেক বেড়েছে। তার কাজ মূলত মেয়রকে সহায়তা করা। এছাড়া, সিটিজেনশিপ সিরিমনি পরিচালনা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে। Source: SBS / Krishna Pokhrel

Get the SBS Audio app

Other ways to listen

সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন কাউন্সিলর সুমন সাহা। বাংলাদেশী অস্ট্রেলিয়ান হিসেবে এ রকম দায়িত্বে তিনিই প্রথম।


গত ২৯ অক্টোবর ২০২২, শনিবার সিডনির ওয়েন্টওয়ার্থভিলে অনুষ্ঠিত হয়ে গেল দিওয়ালী উৎসব। এর আয়োজনে ছিল কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল। এই উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন ডেপুটি মেয়র সুমন সাহা।

সুমন সাহার সাক্ষাৎকারে উঠে এসেছে ডেপুটি মেয়র হিসেবে তার বিভিন্ন দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা।

তিনি বলেন, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এলাকা অস্ট্রেলিয়ার অন্যতম একটি বহুসাংস্কৃতিক এলাকা। সবার কথা শুনতে চান সুমন সাহা। তিনি বলেন, “আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করছি না”।
Suman Saha 2.jpeg
গত ২৯ অক্টোবর, ২০২২ শনিবার সিডনির ওয়েন্টওয়ার্থভিলে উদযাপিত হয় দিওয়ালী উৎসব। রেল স্টেশনের পাশে স্টেশন স্ট্রিটে বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই উৎসবের আয়োজনে ছিল কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল। Source: SBS / Krishna Pokhrel
ডেপুটি মেয়র হিসেবে নতুন ভূমিকায় তার দায়িত্ব আগের তুলনায় অনেক বেড়েছে, বলেন সুমন সাহা।

কাউন্সিলর সুমন সাহার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share