“বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হতো না”

Countdown for Celebrating Birth Centenary of the Father of the Nation of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman.

Countdown for Celebrating Birth Centenary of the Father of the Nation of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman. Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশের বিভিন্ন স্থানে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু করা হয়েছে গত ১০ জানুয়ারিতে। বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরায়ও এ উপলক্ষে ওয়েব ঘড়ি উদ্বোধন করা হয়। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর নানা কর্মসূচি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মাসিক মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম।


বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণণা শুরু হয়েছে গত ১০ জানুয়ারি থেকে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই ক্ষণগণনা শুরু হয়।

সেদিন শুক্রবার বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরাতেও ক্ষণগণনা (কাউন্টডাউন) ওয়েব ঘড়ি উদ্বোধন করা হয়। ওয়েব ঘড়িটি বাংলাদেশ হাইকমিশনের ওয়েব পেজের রাখা হয়েছে। আগামী ১৭ মার্চ ২০২০ এ শূন্য ঘণ্টা পর্যন্ত এটি ক্ষণগণনা করতে থাকবে।

বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা থেকে প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা গত বছর আগস্টে বঙ্গবন্ধু কর্নার চালু করেছে। এ বছর এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মাল্টিকালচার ফেস্টিভালে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর উপর স্থির চিত্র প্রদর্শন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন ইত্যাদি।
Sheikh Mujibur Rahman
Bangabandhu Sheikh Mujib giving speech on 7th March 1971 at Res-Course field. Source: Wikimedia
অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর নানা কর্মসূচি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মাসিক মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন,

“বঙ্গবন্ধুর সাথে একটা জাতির, একটা দেশের জন্ম জড়িত। পৃথিবীতে হাজার বছরের ইতিহাসে লক্ষ লক্ষ নেতা তৈরি হয়েছে। তাদের মধ্যে খুব কম নেতা আছেন যারা একটি জাতিকে তৈরি করেছেন, সংগঠিত করেছেন এবং যার হাত ধরে একটি দেশ প্রতিষ্ঠিত হয়েছে, একটি দেশের ভিতরে একটি জাতি-সত্তা প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি বলেন,

“বিদেশে বঙ্গবন্ধুর পরিচয়টা কিন্তু আমাদের সারা বিশ্বে বাঙালিদের একটা পাসপোর্ট। উনি আমাদেরকে আন্তর্জাতিকতায় নিয়ে গেছেন। আমরা বাঙালি হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়েছি।”

“বঙ্গবন্ধু একটা দেশ তৈরি করেছেন। সেখান থেকে যারাই বিদেশে যাচ্ছেন, প্রত্যেকে কিন্তু একটা জিনিস মনের মধ্যে ধারণ করে নিয়ে যান। সেটা হচ্ছে, যে মানুষটা, যার কারণে যার অবদানে, যার শেষ রক্ত-স্রোতে (ও) তার পরিবারের রক্ত-স্রোতে, অবদানে আমাদের দেশটা।”

আল নোমান শামীম আরও বলেন,

“মানুষ, বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু এটা অনুভব করে। এটা দল-মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই সত্যটা মানে যে, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হতো না।”
Noman Shamim
Noman Shamim, General Secretary, Australia Awami Jubo League and Editor, Monthly Mukamancha. Source: Facebook
আল নোমান শামীমের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share