ভিক্টোরিয়া নির্বাচন: জয়ী প্রার্থীর সঙ্গে ভোটের দূরত্ব কমিয়েছেন গোলাম হক

Victoria Election

লিবারেল প্রার্থী গোলাম হক। Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ভিক্টোরিয়া রাজ্য সরকার নির্বাচন। যাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। এবারের নির্বাচনে লিবারেল পার্টির হয়ে প্রতিদ্বন্ধিতা করেন প্রবাসী বাংলাদেশী গোলাম হক। যিনি করোরয়েট আসন থেকে নির্বাচন করেন।


"ভোটাররা আমাকে পজিটিভলি নিয়েছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি।" নির্বাচন পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করেন গোলাম হক।

ভোটযুদ্ধে লেবার পার্টির প্রার্থীর কাছে পরাজিত হলেও, বলার মত অর্জনও আছে গোলাম হকের। আর তা হচ্ছে, গত নির্বাচনের তুলনায় জয়ী প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান কমিয়ে আনা।

Victoria Election
নির্বাচনী প্রচারণায় সতীর্থদের সাথে গোলাম হক। Source: Supplied
"বেসরকারি ফলাফল প্রকাশ হবার পর, লিবারেল পার্টি থেকে আমাকে সাধুবাদ জানানো হয়েছে। আগামী চার বছর এই আসনে দলের হয়ে কাজ করার প্রস্তাবও দিয়েছেন শীর্ষ নেতারা," বলেছেন গোলাম হক।

করোরয়েট আসনে প্রবাসী বাংলাদেশী ভোটার সংখ্যা খুব বেশী নয়। তারপরও নির্বাচনে গোলাম হককে পূর্ণ সমর্থন এবং সহায়তা করে গেছেন ভিক্টোরিয়া প্রবাসী বাংলাদেশীরা। 

"আমার কমিউনিটিই আমার শক্তি। তারা যা করেছেন, তা অকল্পনীয়। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ," বলেছেন গোলাম হক।

বাংলায় পুরো সংবাদ শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।


Share