সিডনিতে বাঙালি নারীরা বর্ণনা করলেন তাদের অভিজ্ঞতার গল্প

Untold Stories

Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

২০ অক্টোবর রবিবার সিডনির গ্লেনফিল্ডে অনুষ্ঠিত হয়ে গেল ফেসবুক-ভিত্তিক সংগঠন ‘আমি নারী, The Empowered Women' এর একটি বিশেষ আয়োজন ‘আমাদের গল্প Untold Stories'। অনুষ্ঠানটির আগে এই সংগঠনটির অনীলা পারভীন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


অস্ট্রেলিয়া কিংবা প্রবাসে বাঙালি মেয়েরা কেমন আছেন? কেমন তাদের জীবন-জীবিকা? তাদের জয়-পরাজয়ের গল্পগুলো কেমন? এই দূর প্রবাসেও কি একজন বাঙালি নারীর জীবনে, সংসারে পুরুষের সাফল্যই তাদের সাফল্য? পুরুষের জয়-পরাজয়ই কি তাদের জয়-পরাজয়? নাকি তাদেরও কোনো স্বাধীন সত্তা আছে? তাদেরও কোনো আনন্দ-বেদনা, স্বপ্ন, কল্পনা আছে? এ সব নিয়ে ‘আমাদের গল্প Untold Stories' নিয়ে একটি বিশেষ আয়োজন করছে ফেসবুক-ভিত্তিক সংগঠন ‘আমি নারী, The Empowered Women'.

অনীলা পারভীন পেশায় অ্যাকাউন্টেন্ট। ইউনিভার্সিটি অফ সিডনিতে কাজ করেন তিনি। গত এপ্রিলে (২০১৯) তিনি ও তার বান্ধবী ব্যারিস্টার ফারাহ কান্তা মিলে ফেসবুকে একটি পেজ খুলেন। ‘আমি নারী The Empowered Women' নামের এই পেজটির উদ্দেশ্য ছিল এখানকার নারীদেরকে একটি প্লাটফর্ম দেওয়া, বলেন অনীলা পারভীন।
Anila Parveen
Anila Parveen (L). Source: Supplied
তিনি আরও বলেন,

“সিডনির বাঙালি নারীরা, তারা কেমন আছে? তাদের অবস্থানটা কোথায়? তারা কে কী করছে? তাদের জীবনের সফলতা-বিফলতা বা কে কী অবস্থানে আছে/ যারা নিজেদেরকে সফল মনে করছে না তা কেন নিজেদেরকে সফল মনে করছে না? সে প্রতিবন্ধকতাগুলো কী? ... মূলত তাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলাপ-আলোচনার একটা প্লাটফর্ম হিসেবেই এই পেজের উদ্ভব।”
The Empowered Women
Source: Supplied
অনীলা পারভীনের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share