টেক্সাসে রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিল সিডনির তিন বাংলাভাষী নাবিলা, অনুসূয়া এবং নাশরাহ

Robotics

Anusua (L), Nabila (C) and Nashrah (R) talking with SBS Bangla about their achievements in the Robotics Competition 2018 in Texas. Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

গত ১৮ থেকে ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট রোবোটিক্স কমপিটিশন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া থেকে মোট ছয়টি দল অংশ নেয় এবং নিউ সাউথ ওয়েলস থেকেই অংশ নেয় দু’টি দল। সিডনির ব্লাকটাউন গার্লস হাইস্কুলের দলটিতে ছিল ২১ জন্ প্রতিযোগী, যাদের সকলেই মেয়ে। আর, এদের মধ্যে ছিল বাংলাভাষী তিন জন: নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনী, অনুসূয়া রায় এবং নাশরাহ সামরিন আলম।


রোবোটিক্স প্রতিযোগিতা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তারা।

 

বাংলায় তাদের সাক্ষৎকার শুনতে উপরের মিডিয়া প্লেয়ারটিতে ক্লিক করুন।

 

 


Share