এবারের বৈশাখী উৎসব অনলাইন

Boishak Mela

Source: SBS

Get the SBS Audio app

Other ways to listen

আগামী কাল ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। বিশ্ব জুড়ে পালিত হবে বাংলা নবর্বষ। বৈশাখকে বরণ করতে এ বছর হচ্ছে না কোনো আয়োজন । বাংলা নববর্ষকে বরণে বাংলাদেশের চিরাচরিত রমনা বটমূলে ছায়ানটের ‘এসো হে বৈশাখ’ অনুষ্ঠান হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হবে না মঙ্গল শোভাযাত্রা। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রভাতি আয়োজন শুরু ১৯৬৭ সাল থেকে।এরপর ১৯৭১ সাল ছাড়া প্রতি বছরই অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। করোনা ভাইরাসের আতঙ্কে এবার সেই বর্ষবরণ—মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না।শুধু বাংলাদেশে নয় এবার করোনা পরিস্থিতির কারণে কোথায় কোনো অনুষ্ঠান হচ্ছে না , কিন্তু বাঙালির প্রাণের এই উৎসব থেমে থাকবে কি ? ঘটা করে বৈশাখী মেলা এবার হবে না। তবে প্রযুক্তির মাধ্যমে সেই উৎসবে সামিল হবেন অনেকে। সিডনির বৈশাখী মেলা গুলো বাতিল করা হয়েছে। কিভাবে এবারের বৈশাখী মেলার উৎসব হবে হচ্ছে তা জানতে এস বি এস বাংলা কথা বলেছে বেশ কজনের সঙ্গে। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।



Share