অস্ট্রেলিয়ায় শারদীয় দুর্গোৎসব

Durga Puja

Purabee Paromita Bose (Facebook) Source: Purabee Paromita Bose (Facebook)

Get the SBS Audio app

Other ways to listen

শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ-ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়ার নানা অঞ্চলেও দুর্গা পূজা পালিত হচ্ছে মহা সমারোহে। সিডনিতে পূজার আয়োজন নিয়ে অনুপম দেব ও নৃত্যশিল্পী পূরবী পারমিতা বোস এবং ব্রিসবেনে পূজার আয়োজন নিয়ে জ্যোতিষ দাশ জয় কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। সাক্ষাৎকারগুলো ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর সোমবার।


আগমনী-অস্ট্রেলিয়া ইনক দুর্গা পূজার আয়োজন করেছে নিউ সাউথ ওয়েলসের গ্লেনফিল্ডে। সোমবার, ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে পূজা, চলবে শুক্রবার ১৯ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের একজন অনুপম দেব এসবিএস বাংলাকে বলেন, এবারের পূজোয় প্রচুর লোক-সমাগম হচ্ছে।
Anupam Deb
Anupam Deb. Source: Supplied
নৃত্যশিল্পী পূরবী পারমিতা বোস বলে, সিডনিতে মোট তেরটি স্থানে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। আর, ব্রিসবেন থেকে জ্যোতিষ দাশ জয় জানান, সেখানে বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করবেন ২০ শনিবার এবং ২১ অক্টোবর রবিবার।
Purabee Paromita Bose, Jutish Das
Purabee Paromita Bose (L) and Jutish Das (R). Source: Supplied
অনুপম দেব, পূরবী পারমিতা বোস এবং জ্যোতিষ দাশ জয় সবার প্রতি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলায় তাদের সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .



Share