সাউথ অস্ট্রেলিয়ার দুটি ডামা চুক্তির পেশা-তালিকা প্রকাশিত

ইংরেজি ভাষায় দক্ষতা, বয়স এবং অভিজ্ঞতাসহ বেশ কয়েকটি পেশায় নানা রকম ছাড় দেওয়া হয়েছে।

DAMA

Source: SBS

সাউথ অস্ট্রেলিয়াতে গত মাসে দুটি ডামা চুক্তি সম্পাদিত হয়েছে। ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট (ডামা)-এর মাধ্যমে সেখানকার চাকুরিদাতারা এখন বিদেশ থেকে দক্ষ এবং প্রায়-দক্ষ (সেমি-স্কিলড) কর্মীদেরকে স্পন্সর করতে পারবেন।

বাঁছাই করা কয়েকটি পজিশনের ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা, বেতন, দক্ষতা, অভিজ্ঞতা এবং বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।

চুক্তি দুটির জন্য অনুমোদিত পেশা-তালিকা এবং কোন পেশার জন্য কোন বিষয়ে ছাড় প্রদান করা হচ্ছে সেসব তথ্য পাওয়া যাবে ডিপার্টমেন্টের
DAMA south australia
Source: immigration SA
একটি ডামা চুক্তি হচ্ছে অ্যাডিলেইড ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এগ্রিমেন্ট। এর আওতায় রয়েছে ৬০টি পেশা। এই চুক্তিটিকে বলা হচ্ছে, । প্রতিরক্ষা, স্পেস ও বিভিন্ন অগ্রসর উৎপাদন ও প্রযুক্তির শিল্প খাতের পেশাগুলো রয়েছে এর অধীনে। এসব কাজের জন্য দক্ষ কর্মীর দরকার হবে।

এই শুধুমাত্র অ্যাডিলেইড মেট্রোপলিটন রিজিওনের জন্য। এর মাধ্যমে স্থায়ী অভিবাসনের পথ খোলা রয়েছে।
অপর ডামা চুক্তিটি হচ্ছে, সাউথ অস্ট্রেলিয়ান রিজিওনাল ওয়ার্কফোর্স এগ্রিমেন্ট। কৃষি-ব্যবসায়, স্বাস্থ্য ও বয়স্ক-সেবা, হসপিটালিটি ও পর্যটন, মাইনিং ও নির্মাণ শিল্প খাত মিলিয়ে এতে রয়েছে ১১৪টি পেশা।

পুরো সাউথ অস্ট্রেলিয়া এই চুক্তির আওতাধীন রয়েছে।
এই অধীনস্থ পেশাগুলোতেও নানা রকম ছাড় পাওয়া যাবে। যেমন, কোনো কোনো ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতার বিষয়ে ছাড় পাওয়া যাবে। ডিপার্টমেন্টের বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস-এ গড়ে ৪.৫ স্কোর থাকলেও হবে এবং চারটি ব্যান্ডের কোনোটিতেই ৪.০০ এর কম স্কোর হওয়া চলবে না।

Follow SBS Bangla on .


































Share
Published 16 May 2019 12:29pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends