সিডনিতে হোয়াইট রিবন ডে অনুষ্ঠিত

গত ১৬ নভেম্বর শুক্রবার সিডনির ওয়ালি পার্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল হোয়াইট রিবন ডে এবং শিশু ও নারী নির্যাতন বিষয়ক সেমিনার। বাংলাদেশী কমিউনিটির মধ্যে প্রথম হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসাডর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে যোগ দেন কাউন্সিলর মাসুদ চৌধুরী এবং কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা।

White Ribbon Day 2018

Source: Facebook

২৩ নভেম্বর হোয়াইট রিবন অস্ট্রেলিয়া ডে। আর এই দিবসকে সামনে রেখে প্রতিবছর দু’টি সেমিনারের আয়োজন করেন হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসাডর আবুল ্কালাম আজাদ (খোকন)।
White Ribbon Day
Source: Facebook
১৬ নভেম্বর সিডনির ওয়ালি পার্কের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত হোয়াইট রিবন ডে এবং শিশু ও নারী নির্যাতন বিষয়ক সেমিনারে বক্তারা ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ খোকন বলেন, নারী নির্যাতন প্রতিহত করাই হলো হোয়াইট রিবন মেল অ্যাডভোকেট এবং হোয়াইট রিবন অ্যাম্বাসাডরদের নৈতিক কাজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিম সামাদ।
White Ribbon Day
Source: Facebook
বক্তৃতা পর্বের পর নারী নির্যাতন বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর, সিডনিতে সম্প্রতি নিহত মুজাহিদ ময়ূখ ও রাহাত বিন মোর্শেদ এবং সড়ক দুর্ঘটনায় আহত রিফাত মোস্তফার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
White Ribbon Day
Source: Facebook
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াইট রিবন কর্মকর্তা রন মিশেল, অস্ট্রেলিয়ান গ্রিন্স দলের নেতা টমাস এমেট, লিবারাল দলের নেতা রশীদ ভুইয়া, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা, নিউ সাউথ ওয়েলস হেলথ-এর ম্যাথিউ, মানসিক স্বাস্থ্য কর্মকর্তা হেন্ড সাবা, হোয়াইট রিবন অ্যাডভোকেট কানিতা আহমেদ, হোয়াইট রিবন মেইল অ্যাডভোকেট মনজুর আহমদ খান জিয়া এবং মুফতি আব্দুস সালাম।

বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন এসবিএস বাংলার একজিকিউটিভ প্রডিউসার আবু রেজা আরেফিন, নবধারা নিউজের ড. ফয়জুল আজিম চঞ্চল, জন্মভূমি টেলিভিশনের ডিরেক্টর মিডিয়া আবিদা আসওয়াদ, বাংলা কথার আব্দুল আওয়াল এবং লেখক ও কলামিস্ট পূরবী পারমিতা বোস।

অনুষ্ঠান শেষে ছিল নৈশভোজের ব্যবস্থা। 

Follow SBS Bangla on .







 

Share
Published 23 November 2018 5:01pm
Updated 23 November 2018 5:08pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends