নোভাক জোকোভিচের ৬ দফা অনুরোধ রাখেনি কর্তৃপক্ষ, মেলবোর্নে কঠোর কোয়ারেন্টিনে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্লেয়াররা

অস্ট্রেলিয়ান ওপেন প্রধান ক্রেইগ টিলি বলেছেন টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তন হবে না, যদিও ৭২ জন প্লেয়ার মেলবোর্নে তাদের নিজ নিজ হোটেল রুমে কঠোর কোয়ারেন্টিনে আছেন, প্র্যাক্টিসের সুযোগও বন্ধ।

Serbian tennis player Novak Djokovic arrives in Adelaide on 14 January before heading straight to quarantine ahead of the Australian Open.

Serbian tennis player Novak Djokovic arrives in Adelaide on 14 January before heading straight to quarantine ahead of the Australian Open. Source: Getty Images

নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন প্রধান ক্রেইগ টিলিকে ৬ দফা অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন, যাতে মেলবোর্নে কঠোর কোয়ারেন্টিনে থাকা হতাশ অস্ট্রেলিয়ান ওপেন খেলোয়াড়রা প্রস্তুতি নিতে পারে। 

৭২ জন প্লেয়ার একটি চার্টার্ড ফ্লাইটে করে মেলবোর্নে আসলে তাদের ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়, সেই ফ্লাইটে আগের দুজন ছাড়াও আরো চারটি কোভিড ১৯ কেইস পাওয়া গেছে।

প্রিমিয়ার এন্ডুজ এটি নিশ্চিত করে বলেছেন, এই সংখ্যাটি এখন ৯, এদের মধ্যে একজন প্লেয়ারও আছেন, যদিও তার নাম প্রকাশ করা হয় নি।

এর আগে তারা যে ফ্লাইটে উঠেছিলেন সেখানে একজন যাত্রী যিনি টেনিস প্লেয়ার নন এবং একজন ফ্লাইট ক্রুয়ের কোভিড ১৯ কেইস শনাক্ত হয়েছে। এর পর থেকে ২৪ জন অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলোয়াড়কে মেলবোর্নের একটি হোটেলে খুবই নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে রাখা হয়েছে, সেই সংখ্যাটি এখন ৭২ জন।

১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে ওই প্লেয়াররা তাদের হোটেল রুমে অবস্থান করবেন, তারা কেউই তাদের নির্ধারিত ৫ ঘন্টার দৈনিক ট্রেনিং সেশনে অংশ নিতে পারবেন না।

মেক্সিকান খেলোয়াড় সান্টিয়াগো গনজালেস একটি সোশ্যাল মিডিয়াতে এই খবরটি প্রকাশ করেছেন এবং ইনস্টাগ্রামে তার হতাশা ব্যক্ত করেছেন।

দু'বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা কোয়ারেন্টিনে আছেন বলে মনে করা হচ্ছে।

করোনা পজেটিভ কেইসগুলো মেডিক্যাল সহায়তা নিয়ে 'হেলথ হোটেল' বলে কথিত স্থানে অবস্থান করছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের পরিচালক ক্রেইগ টিলি বলেন, তারা কোয়ারেন্টিনে থাকা টেনিস প্লেয়ারদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন, এবং যথাসম্ভব তাদের যা প্রয়োজন তাতে সাহায্য দিচ্ছেন।

এই খবরের আগে গণমাধ্যমে দেয়া ভিক্টোরিয়ান প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ বলেন, হোটেল কোয়ারেন্টিন মডেলে তাদের আস্থা আছে।

অস্ট্রেলিয়ান ওপেন আগামী ৮ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে। প্র্যাক্টিস করতে না পেরে হতাশ হয়ে পড়েছে প্লেয়াররা।

টেনিস ষ্টার নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন বস ক্রেইগ টিলিকে চিঠি দিয়েছেন মেলবোর্নে কঠোর নিয়ন্ত্রণে থাকা খেলোয়াড়দের হতাশার কথা জানিয়ে।

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ বলেন, এখানে আসার আগে প্লেয়াররা কোয়ারেন্টিন ব্যবস্থা কথা জানতো।

এদিকে জোকোভিচের দাবি সম্পর্কে যতটুকু জানা গেছে তা হলো প্লেয়ারদের আইসোলেশন (হোটেল রুমে একা থাকা) সময় কমিয়ে আনা, প্লেয়ারদের কোচ বা প্রশিক্ষকদের সাথে দেখা করতে দেয়া, টেনিস কোর্টের সুবিধা আছে এমন বাড়িতে প্লেয়ারদের স্থানান্তর করা।

তিনি ভালো খাবার এবং ফিটনেস ইকুইপমেন্ট হোটেল রুমে পৌঁছে দেয়ার কোথাও বলেছেন বলে জানা যায়।

কিন্তু মিঃ এন্ড্রুজ জোকোভিচের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছেন, "যে কেউ যে কোন দাবির তালিকা দিতে পারে, কিন্তু আমার উত্তর হচ্ছে, না।" 

তিনি বলেন, "এখানে কাউকে বিশেষ খাতির করা যাবে না, ভাইরাস তো আর আপনাকে বিশেষ মনে খাতির করবে না।"

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে  . ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন:  .

আরও দেখুনঃ




Share
Published 18 January 2021 10:11pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends