Feature

সিডনিতে আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা এতে অংশ নেন।

Badminton Tournament

Source: Supplied

অংশ নেয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ উলংগঙ্গ  এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। 

রোববার দিনব্যাপী সিডনির অলিম্পিক পার্কে চলে ব্যাডমিন্টনে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। যার আয়োজক বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি।
Badminton Tournament
Source: Supplied
প্রতিযোগিতায় 'মিক্স ডাবলস' এবং 'মেনস ডাবলস' ক্যাটাগরিতে মোট ৩৭টি দল অংশ নেয়। 

পুরুষ দ্বৈত বিভাগের শুরুতেই ছিল নক আউট পর্ব। যাতে অংশ নেয় ২০টি দল। নক আউট পর্বের জয়ী ১০টি দলকে নিয়ে শুরু হয় গ্রুপ পর্ব। যেখানে দুটি গ্রুপে পাঁচটি করে দল প্রতিদ্বন্ধিতা করে। 

ফাইনালে ২-০ সেটে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আরাফাত- ফয়সাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির রাফিদ- সানজিদ জুটি।
Badminton Tournament
Source: Supplied
মিক্সড ডাবলস বিভাগে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে সাদমান- রাফা জুটির কাছে হেরে যায় নিশাত- নিলয় জুটি। এই দুই দলের শিক্ষার্থীরাই ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
Badminton Tournament
Source: Supplied
বিজয়ীদের হাতে পদক তুলে দেন এম আই এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক এস রহমান সোহেল। 

আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গণমাধ্যম সমন্বয়ক সায়মা জামান বলেন, "এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট।"

"সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গড়ে তুলতেই এই আয়োজন।"

Share
Published 1 October 2018 2:11pm
Updated 1 October 2018 2:16pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends