সিডনির ইঙ্গেলবার্নে শঙ্খনাদ ইনক-এর শারদীয় দুর্গোৎসব উদযাপিত

শঙ্খনাদ ইনক-এর শারদীয় দুর্গা পুজা অক্টোবরের ১ থেকে ৫ তারিখে সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

image_50457857.JPG

সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় গত ১ থেকে ৫ অক্টোবরে উদযাপিত হয় শঙ্খনাদের শারদীয় দুর্গা পুজা। Credit: Dr Sajal Roy/Shankhanaad

এ বছরের দুর্গা পুজা উপলক্ষে ‘উন্মেষ’ নামের একটি ম্যাগাজিনের পুজা সংখ্যা প্রকাশিত হয়েছে।

এর সম্পাদক ও পুজা আয়োজক কমিটির একজন সদস্য সজল রায় এসবিএস বাংলাকে বলেন,
“ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, মহা নবমী এবং দশমী, এই পাঁচ দিনে প্রতিদিন গড়ে ১০০০ করে সর্বমোট প্রায় ৫,০০০ লোক এখানে উপস্থিত হয়েছেন।”
image_6483441.JPG
Credit: Dr Sajal Roy/Shankhanaad
প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সিডনির বাংলাদেশী কমিউনিটির শিল্পীরা। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি এবং নাটক। এদের মধ্যে অন্যতম হিমেল পরশ হোড়, অদিতি মিত্র, মৌমিতা শর্মী, অরুণিমা কিশোর দাশ, রিঙ্কি সোম, আর্শিতা দেব, মনোকেশ সেন, রিকা দাশ, রবীন্দ্র সি দাশ, দীপিকা মিত্র শান্তা, শ্রেয়সী দাশ, রাপ্পি, লিবনী, নবনীতা বোস, সৌমিক ঘোষ, নমী দে চৌধুরী এবং কামনাশীস চৌধুরী প্রমুখ। আর ব্যান্ড-সঙ্গীত পরিবেশন করেন সুমন বর্ধন। নাটক পরিচালনা করেন অনুপম দেব। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন সঞ্জু দেবনাথ।

এ পুজার আয়োজনে শঙ্খনাদ ইনক-এর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান সজল রায়। তিনি বলেন, “মঞ্চসজ্জার ক্ষেত্রে রিপন ভট্টাচার্য এবং গনেশ ভৌমিক-সহ তাদের দলের সদস্যরা বিশেষ ভূমিকা রেখেছেন।”

এসব অনুষ্ঠানে উপচে পড়া ভীড় ছিল বলে জানান সজল রায়।

নবমীর দিন বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন শো। এতে অংশ নেন শঙ্খনাদ পরিবারের সদস্যরা।

শঙ্খনাদ ইনক সংগঠনটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সজল রায় আরও বলেন, আগামী ২৪ অক্টোবর গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে তাদের কালী পুজা অনুষ্ঠিত হবে।

শঙ্খনাদ ইনক-এর সভাপতি অনুপম দেব বলেন,
“আগামীতে আমরা আরও ভাল আয়োজন করার ইচ্ছা রাখি।”
আগামী ২৪ অক্টোবর কালী পুজা এবং ২৬ জানুয়ারি ২০২৩ সরস্বতী পুজারও আয়োজন করা হবে বলেন তিনি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 6 October 2022 4:33pm
Updated 6 October 2022 10:02pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends