কোভিড -১৯ আপডেট: গ্রেটার সিডনিতে আরো চার সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৮ জুলাই, ২০২১ এর আপডেট এটি।

Bentleigh Secondary College students are seen returning to school as COVID-19 restrictions are eased across Victoria, in Melbourne, Wednesday, July 28, 2021.  (AAP Image/Daniel Pockett) NO ARCHIVING

Bentleigh Secondary College students are seen returning to school as COVID-19 restrictions are eased across Victoria, in Melbourne, Wednesday, July 28, 2021. Source: AAP Image/Daniel Pockett

  • গ্রেটার সিডনিতে ২৮ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে
  • ভিক্টোরিয়া একটি অজ্ঞাত উৎস থেকে সনাক্তের বিষয়ে তদন্ত করছে
  • সাউথ অস্ট্রেলিয়ায় কোন নতুন কেইস পাওয়া যায়নি
  • কুইন্সল্যান্ড কোভিড ১৯ কেইসের দ্বিগুন হুমকির মুখোমুখি

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে আজ স্থানীয় ১৭৭ জনের ভাইরাস সনাক্ত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। সনাক্ত হওয়ার আগে অন্তত ৪৬ জন কমিউনিটিতে সংক্রমণশীল ছিলেন।

চলতি লকডাউন শনিবার, ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সিডনির আরো তিনটি স্থানীয় সরকার এলাকা - ক্যাম্পবেলটাউন, পারামাটা, এবং জর্জেস রিভার এলাকায় কঠোর বিধি আরোপ করা হয়েছে, শুধুমাত্র অপরিহার্য কর্মীরা এলাকা ত্যাগ করতে পারবে।

ফেয়ারফিল্ড এলাকায় শুধু স্বাস্থ্য ও বয়স্কসেবা কর্মীদের, ক্যান্টারবেরী-ব্যাংকসটাউনে সকল অপরিহার্য কর্মীদের প্রতি তিনদিন পরপর টেস্ট করতে হবে। গ্রেটার সিডনিতে চলমান বিধি বজায় থাকবে, কেনাকাটা এবং শরীরচর্চ্চার জন্য বাসিন্দাদের ১০ কিঃ মিঃ-এর মধ্যে চলাফেরার অনুমোদন দেয়া হয়েছে।

কোভিড নিরাপত্তার বিষয়ে


ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় আজ ৯টি নতুন স্থানীয় কেইস সনাক্ত হয়েছে, যার মধ্যে আটটি চলতি প্রাদুর্ভাবের সাথে সংশ্লিষ্ট। একটি কেইস এখনো তদন্তাধীন।

ইনডোর এবং আউটডোরে বাধ্যতামূলক মাস্ক পড়াসহ বেশ কিছু রেস্ট্রিকশন এখনো জারি রয়েছে।

গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়া জুড়ে

  • কুইন্সল্যান্ডের চীফ হেলথ অফিসার ডঃ জেনেট ইয়াং নিশ্চিত করেছেন, কার্গোবাহী জাহাজের ২১ জনের মধ্যে ১৯ জনই কোভিড ১৯-এ পজেটিভ হয়েছেন এবং ব্রিসবেনে একজন সম্ভবত কমিউনিটিতে ছয়দিন সংক্রমণশীল ছিলেন।
  • সাউথ অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের মত কোন সংক্রমণ রেকর্ড করেনি।


কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 28 July 2021 1:42pm
Updated 28 July 2021 4:07pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends