কোভিড-১৯ আপডেট: অতিমারী পরবর্তীকালে একটি "টিকাপ্রাপ্ত অর্থনীতির" অভিমুখে অস্ট্রেলিয়ার যাত্রা

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৪ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Kiongozi wa Victoria Daniel Andrews, amesema anataka idadi ya watu 80,000 wahudhurie mechi ya kriketi ya Boxing Day Test.

Kiongozi wa Victoria Daniel Andrews, amesema anataka idadi ya watu 80,000 wahudhurie mechi ya kriketi ya Boxing Day Test katika uwanja wa MCG, Melbourne. Source: AAP

  • অস্ট্রেলিয়ার আদিবাসীদের উদেশ্যে নতুন টিকাদান কর্মসূচির ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার।
  • সমুদ্র সৈকতে "পপ-আপ" টিকাদান কেন্দ্র বসাবে কুইন্সল্যান্ড।
  • ৯০ ভাগ টিকাদান সম্পন্ন হবার পর রাজ্য উন্মুক্ত করার রোডম্যাপ ঘোষণা করেছে ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া

সামনের সপ্তাহান্তে ৮০ ভাগ টিকাদানের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আশা করছে ভিক্টোরিয়া। রাজ্যজুড়ে উন্মুক্ত চলাচল করা যাবে ২৯ অক্টোবর থেকে। 

২৪ নভেম্বরের মধ্যে রাজ্যের ১২- উর্ধ্ব ৯০ ভাগ বাসিন্দা সব ডোজ টিকাপ্রাপ্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ। এতদিন ধরে সবখানে ভিড় জমানোর নিষেধাজ্ঞা ছিল, ছিল কড়াভাবে সংখ্যা মেনে জমায়েত হবার বিধিবিধান। তিনি বলেন,
তার মানে হচ্ছে সীমিত সংখ্যায় প্রবেশের কোন স্থান থাকছে না, ভিড় জমানো বা ঘনত্বের প্রশ্নও নয়
It's a great weekend in Victoria - and next weekend is going to be even better.

With vaccination rates heading towards 80% double dosed, we can take the next steps in opening up in time for next weekend - and outline what life will be like at 90% fully vaccinated.
— Dan Andrews (@DanielAndrewsMP) October 24, 2021
অবশ্য, দুই ডোজ টিকা নেবার বিধান বহাল থাকবে। অতিমারী পরবর্তী কালে অর্থনীতি পূণরুদ্ধার করা আর স্বাভাবিক জীবনে ফিরতে সবার টিকা নেওয়া জরুরী। তিনি আরও বলেন,

"ভ্যাক্সিনেটেডে ইকোনমিতে আমরা প্রবেশ করেছি এবং এটা জারি থাকবে।" 

ভিক্টোরিয়া ১৯৩৫টি নতুন স্থানীয় কেস এবং ১১ জনের মৃত্যু রেকর্ড করেছে। আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন । 

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে অর্জিত ২৯৬টি নতুন কেস এবং চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। 

রাজ্যের ১৬-উর্ধ্ব ৮৪ ভাগ বাসিন্দা সব ডোজ টিকা নিয়েছেন। রাজ্য সরকার  'অনুভব করুন নিউ সাউথ ওয়েলস' ('Feel New South Wales') শীর্ষক নতুন প্রচারাভিযান শুরু করেছে। রাজ্য লকডাউনের পর উন্মুক্তকরণ এবং পর্যটনের বিকাশ করতে এই প্রচারাভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। 

 আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ড রাজ্যে কোন নতুন সংক্রমণ পাওয়া যায়নি। সামনের দীর্ঘ সপ্তাহান্তের কথা ভেবে রাজ্য সরকার 'সার্ফ লাইফসেভিং কুইন্সল্যান্ড" এর সাথে যৌথভাবে সমুদ্র সৈকতে তাৎক্ষনিক টিকাদান কেন্দ্র বা 'পপ-আপ ক্লিনিক' বসাচ্ছে। 

আপনার কাছাকাছি একটি  খুঁজুন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • এসিটি (অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি) ৯টি নতুন করোনাভাইরাস কেস রেকর্ড করেছে। 
  • 'স্বাধীনতা ছড়াও' (স্প্রেড ফ্রিডম) শীর্ষক নতুন টিকাদান কর্মসূচির সূচনা করেছে ফেডারেল সরকার। এছাড়াও দেশের আদিবাসীদের মধ্যে টিকাদানের নিম্নহার বিবেচনায় 'অল অফ আস' কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

  • অস্ট্রেলিয়ার ৮৬ ভাগ জনগোষ্ঠী প্রথম ডোজ টিকা পেয়েছেন, আদিবাসীদের মধ্যে তা ৬০ ভাগ।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 24 October 2021 2:15pm
Updated 24 October 2021 2:25pm
Presented by Pychimong Marma


Share this with family and friends