শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত খেলাধুলায় অংশ নেয়ার আহবান

শিশু-কিশোরদের মানসিক এবং শারীরিক বিকাশে খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এজন্য তাদের নিয়মিত উৎসাহিত করা উচিত। গত ৬ অগাস্ট ২o২২ , সিডনির লাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বমোট ৩৮ জন জুনিয়র ক্রিকেট খেলোয়াড়কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়

ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বমোট ৩৮ জন জুনিয়র ক্রিকেট খেলোয়াড়কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় Credit: Mamun Rashid

ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বমোট ৩৮ জন জুনিয়র ক্রিকেট খেলোয়াড়কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় ।

ক্লাবের সকল কার্যকরী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বার শওকত মুসলমেন, জিহাদ দিব, কেন্টারবাড়ি ব্যাঙ্কসটাওন কাউন্সিলের মেয়র খাল আসফাওর, ডেপুটি মেয়র বিল্লাল আল হায়েক ও কাউন্সিলর কার্ল সালেহ।

গত ৬ অগাস্ট ২o২২ , ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ।
গত ৬ অগাস্ট ২o২২ , ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ। Credit: Mamun Rashid

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীদের ক্লাবের জয়েন সেক্রেটারি জনাব আক্তার হোসেন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন।

পুরুস্কার বিতরণীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট জনাব মামুন রশিদ।

তিনি বলেন, ছেলে মেয়েদের মনস্তাত্ত্বিক বৃদ্ধি, শারীরিক সুস্থতা, নেতৃত্বদান ক্ষমতা বৃদ্ধির জন্যে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সকল ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্যে মাঠে এসে উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করা গুরুত্বপূর্ণ।

তিনি শিশু কিশোরদের নিয়মিত খেলাধুলার চর্চা করার আহবান জানান l

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও বক্তব্যও রাখেন। এরপর আমন্ত্রিত তারা পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে একটি নৈশভোজের আয়োজন করা হয়।

Share
Published 10 August 2022 4:19pm
Updated 11 August 2022 6:13pm
By Shahan Alam
Source: SBS

Share this with family and friends