৪৫৭ ভিসা বন্ধ করায় অস্ট্রেলিয়ানরা লাভবান হয়েছে বললেন ইমিগ্রেশন মিনিস্টার

অস্ট্রেলিয়ায় বিদেশী কর্মীদের সংখ্যা গত পাঁচ বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৩০,০০০ আর ২০১৭ সালে তা ৭০,০০০ এ নেমে এসেছে।

David Coleman, the Minister for Immigration, Citizenship and Multicultural Affairs, says the government is looking at its regional migration options.

David Coleman, the Minister for Immigration, Citizenship and Multicultural Affairs. Source: AAP

মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ অ্যান্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স ডেভিড কোলম্যান বলেন, ৪৫৭ ভিসা বন্ধ করে সম্প্রতি টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা প্রবর্তনের ফলে অস্ট্রেলিয়ানরা উপকৃত হয়েছে। নতুন এই ভিসা বেশ কঠিন এবং এর মাধ্যমে বিদেশী কর্মীরা অস্থায়ীভাবে কাজ করতে আসে।

এ বছর মার্চে ৪৫৭ ভিসা বিলুপ্ত করা হয় এবং এর স্থলে একটি নতুন টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস) ভিসা চালু করা হয়।

সরকারের এই ভিসা-সংস্কার কর্মসূচির ফলে কাজের সুযোগ বেড়েছে বলে মনে করছেন ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান। এক তিনি বলেন,

“পাঁচ বছর আগে যখন কোয়ালিশন সরকার নির্বাচিত হয় তখন থেকে মিলিয়নেরও বেশি নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আর এক্ষেত্রে আমাদের ভিসা সিস্টেমের সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
The number of people able to migrate to Australia per year once borders reopen also hasn’t increased, with a cap of 160,000 set for 2021-22.
The new Temporary Skill Shortage (TSS) visa has replaced the Temporary Work (Skilled) visa (subclass 457). Source: Getty Images
লেবার পার্টির শাসনামলে বিদেশী কর্মীদের সংখ্যা ছিল ১৩০,০০০। ২০১৭ সালে এই সংখ্যা ৭০,০০০ এ নেমে এসেছে, বলেন তিনি।

“লেবার সরকারের শেষ বছরে প্রায় ১৩০,০০০ বিদেশী কর্মী (অস্ট্রেলিয়ায়) কাজ করার অনুমতি পায়। এক্ষেত্রে স্থানীয় কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় নি।”

“৪৫৭ ভিসা পুরোপুরি বিলুপ্ত করার আগে কোয়ালিশন সরকার তাতে কড়াকড়ি আরোপ করে। এ বছরের শুরুর দিকে একটি নতুন টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস) ভিসা চালু করা হয়েছে।”

“২০১৭ সালে প্রায় ৭০,০০০ বিদেশী কর্মী ভিসা পায়, এ সংখ্যা লেবার সরকারের তুলনায় প্রায় অর্ধেক”, বলেন তিনি।
skilled workers
Source: SBS Hindi
অস্ট্রেলিয়ায় কোন কোন খাতে দক্ষ কর্মীর দরকার রয়েছে তা জানা যায় দি স্কিলড অকুপেশনস লিস্টে। এই তালিকা গত পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, স্কিলড অকুপেশনস লিস্ট নিয়মিত পর্যালোচনা করার ফলে এই তালিকার পেশা সংখ্যা ৬৫১ থেকে কমে গিয়ে ৪৫৩-তে এসে দাঁড়িয়েছে।

বর্তমানে, মিডিয়াম ও লং-টার্ম স্ট্রাটেজিক স্কিলস লিস্ট এবং শর্ট টার্ম স্কিলড অকুপেশনস লিস্টের মোট ৪৫৩টি পেশা রয়েছে।
skilled migrants
The Skilled Occupations List, which reflects the shortage of skilled workers in Australia has seen a significant decrease in number of eligible occupations in last five years. Source: Getty
মিস্টার কোলম্যান বলেন, নিয়মিত পর্যালোচনার ফলে `অবস্কিউর অকুপেশনস’ বাদ দেওয়া সম্ভবপর হয়েছে। ‘অবস্কিউর অকুপেশনস’ বলতে তিনি পটারস, গোট হার্ডারস এবং ক্যাটারি ওয়ার্কার্স (যারা কুকুর/বিড়ালের যত্ন নেয়) ইত্যাদি বুঝিয়েছেন। তিনি বলেন,

“শ্রমবাজারের প্রয়োজনের দিকে লক্ষ রেখে এখন যোগ্য পেশাগুলো নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। লেবার সরকারের ৬৫১টি যোগ্য পেশার তালিকা থেকে সব ধরনের অস্পষ্ট পেশা (অবস্কিউর অকুপেশনস), যেমন, পটারস, গোট হার্ডারস এবং ক্যাটারি ওয়ার্কার্স বাদ দেওয়া হয়েছে।”

টিএসএস ভিসা প্রোগ্রামের অধীনে ইংরেজি ভাষায় দক্ষতা এবং নূন্যতম মজুরির বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর, নিয়োগদাতাদেরও কমপক্ষে ১২০০ ডলার ফি জমা দিতে হবে স্কিলিং অস্ট্রেলিয়া ফান্ডে। এই অর্থ ব্যয় করা হবে অস্ট্রেলিয়ানদের প্রশিক্ষণের পেছনে।

Follow SBS Bangla on .






Share
Published 18 September 2018 12:08pm
Updated 18 September 2018 12:13pm
By Mosiqi Acharya
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends