মেলবোর্নে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন

গত ১৫ই আগস্ট, রবিবার মেলবোর্ন আওয়ামী লীগ, অষ্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

Sheikh Mujibur Rahman (1920 - 1975), the founding leader of Bangladesh.

Sheikh Mujibur Rahman (1920 - 1975), the founding leader of Bangladesh. Source: Photo by Ian Brodie/Daily Express/Hulton Archive/Getty Images

মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এই শাখার সাধারন সম্পাদক মোল্লা মোঃ রাশিদুল হক সবাইকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। অতঃপর ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনলাইন আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা ছাড়াও তার হত্যাকান্ডের প্রেক্ষাপট তৈরী, হত্যাকান্ডের বিচার এবং ৭৫-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোল্লা মোঃ রাশিদুল হক এসবিএস বাংলাকে বলেন, "আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করায় বাংলাদেশের যে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি সাধিত হয়েছে তার ওপর আলোকপাত করা হয়।"

"আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের ওপর দৃষ্টিপাত করেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দূর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আওয়ামী লীগে বঙ্গবন্ধু এবং স্বাধীনতার চেতনাবিহীন অনুপ্রবেশকারীমুক্ত দল আশা করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করার দাবী জানান," বলেন মিঃ হক।
46th dealth anniversary of Sheikh Mujib was held in online.
46th dealth anniversary of Sheikh Mujib was held in online. Source: Mollah Haque


মিঃ হক জানান, ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মঈন, বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি এডভোকেট সিরাজুল হক, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারী কনসাল মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. মশিউর মালেকসহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর বেশ কয়েকজন নেতাকর্মী।
অস্ট্রেলিয়া ছাড়াও আলোচকদের অনেকেই অস্ট্রেলিয়ার বাইরে থেকে এই অনলাইন অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শেখ মুজিব এবং তার পরিবারের সকল নিহত সদস্য, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল নেতা-কর্মী, ভাষা আন্দোলনসহ সকল শহীদদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে তাদের জন্যে প্রার্থনা করা হয়।

Follow SBS Bangla on .

আরও দেখুনঃ 


 


Share
Published 19 August 2021 1:15pm
By Shahan Alam

Share this with family and friends